Sunday, August 24, 2025

ডিভিশন বেঞ্চেও বিপাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার!

Date:

এখনই উঠছে না সাসপেনশন, ডিভিশন বেঞ্চে গিয়েও নিরাশ হতে হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে (Rabindra Bharati University)। রবীন্দ্রভারতীর রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ছিল। তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এরপরই তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করেন কিন্তু সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে সাসপেন্ড হওয়ার নির্দেশে আপাতত কোনও স্থগিতাদেশ নয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বাদ্যযন্ত্রী শিক্ষকদের অবসরের বয়স ৬৫ করা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সেটা মানেন নি বলেই অভিযোগ। পার্থ ঘোষ নামে এক বাদ্যযন্ত্রী শিক্ষক এর প্রতিবাদ করে মামলা করেন। তিনি জানেন ৬০ বছর বয়স হওয়া মাত্রই তাঁকে অবসরের চিঠি ধরিয়েছেন রেজিস্টার।বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ নির্দেশ দেয় অবসরের বয়স ৬৫, বকেয়া বেতন মেটানো এবং বাকি সব সুযোগ সুবিধা দিতে হবে মামলাকারীকে। কিন্তু তারপরও সেই নির্দেশ মানেননি রেজিস্টার। এরপর আদালত অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেজিস্টারকে সাসপেন্ড করার পর তিনি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও সাসপেনশন উঠলো না। আদালত শিক্ষা দফতরের বিশেষ সচিব এবং রবীন্দ্রভারতীর রেজিস্টারকে কোর্টে তলব করেছিল।কিন্তু রেজিস্টার আসেননি। বিচারক কৌশিক চন্দ বিষয়টি ভালো চোখে দেখেননি। আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের কাছেই মামলা ফিরিয়ে দেয় বলে খবর।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version