Wednesday, December 17, 2025

ডিভিশন বেঞ্চেও বিপাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার!

Date:

Share post:

এখনই উঠছে না সাসপেনশন, ডিভিশন বেঞ্চে গিয়েও নিরাশ হতে হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে (Rabindra Bharati University)। রবীন্দ্রভারতীর রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ছিল। তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এরপরই তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করেন কিন্তু সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে সাসপেন্ড হওয়ার নির্দেশে আপাতত কোনও স্থগিতাদেশ নয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বাদ্যযন্ত্রী শিক্ষকদের অবসরের বয়স ৬৫ করা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সেটা মানেন নি বলেই অভিযোগ। পার্থ ঘোষ নামে এক বাদ্যযন্ত্রী শিক্ষক এর প্রতিবাদ করে মামলা করেন। তিনি জানেন ৬০ বছর বয়স হওয়া মাত্রই তাঁকে অবসরের চিঠি ধরিয়েছেন রেজিস্টার।বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ নির্দেশ দেয় অবসরের বয়স ৬৫, বকেয়া বেতন মেটানো এবং বাকি সব সুযোগ সুবিধা দিতে হবে মামলাকারীকে। কিন্তু তারপরও সেই নির্দেশ মানেননি রেজিস্টার। এরপর আদালত অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেজিস্টারকে সাসপেন্ড করার পর তিনি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও সাসপেনশন উঠলো না। আদালত শিক্ষা দফতরের বিশেষ সচিব এবং রবীন্দ্রভারতীর রেজিস্টারকে কোর্টে তলব করেছিল।কিন্তু রেজিস্টার আসেননি। বিচারক কৌশিক চন্দ বিষয়টি ভালো চোখে দেখেননি। আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের কাছেই মামলা ফিরিয়ে দেয় বলে খবর।

spot_img

Related articles

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...