Tuesday, August 26, 2025

আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরের (Ram mandir inaugration in Ayodhya) উদ্বোধনের আগে আজ থেকেই শুরু হচ্ছে অনুষ্ঠান। মঙ্গলবার থেকে উদ্বোধনের মুহূর্ত পর্যন্ত এক সপ্তাহব্যাপী রামমন্দিরে পুজো-অনুষ্ঠানের সূচি প্রকাশ করল মন্দির ট্রাস্ট।

ভোটের আগে তড়িঘড়ি মন্দির উদ্বোধনে ধর্ম বিশ্লেষকরা রাজনীতির গন্ধ পাচ্ছেন। আবার দেশের বেশ কিছু শঙ্করাচার্যদের মতে গোটা ঘটনাটা শাস্ত্র বিরুদ্ধ । এর মাঝেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে X হ্যান্ডেলে বলা হয়েছে, ২২ জানুয়ারি, ২০৩৪ তারিখে দুপুর ১২টা ২০ মিনিটে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে শাস্ত্রীয় নিয়ম মেনে কিছু রীতি পালন করা হবে। যেমন ১৬ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দ্বাদশ অধিবাস নিয়ম পালিত হবে। এছাড়া দশবিধ স্নান, বিষ্ণু পুজো এবং সরযূ নদীর তীরে গো-পুজো করা হবে। বুধবার রামের বিগ্রহ শোভাযাত্রা করে অযোধ্যায় পৌঁছবে। ভক্তরা সরযূ নদী থেকে মঙ্গলঘটে করে জল নিয়ে আসবেন রামন্দিরে। ১৮ জানুয়ারি গনেশ অম্বিকা পুজো, বরুণ পুজোস মর্তিকা পুজো, ব্রাহ্মণ বরণ এবং বাস্তু পুজোর মধ্য দিয়ে রামমন্দির উদ্বোধনের পুজো-পাঠ শুরু হবে। শুক্রবার নবগ্রহ প্রতিষ্ঠা, শনিতে মন্দির পরিশ্রুতকরণ প্রক্রিয়া চলবে। ২১ জানুয়ারি অর্থাৎ রবিবার ১২৫টি কলসের জল দিয়ে রামের মূর্তিকে স্নান করানো হবে। আগামী সোমবার বিশেষ রীতি মেনে দুপুর ১২টা ২০ মিনিটে রাম বিগ্রহকে গর্ভগৃহে প্রবেশ করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version