Sunday, November 9, 2025

বাবাকে নিয়ে লেখা বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন প্রণব কন্যা!

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়। প্রণব মুখোপাধ্যাকে নিয়ে  ‘প্রণব মাই ফাদার: আ ডটার রিমেম্বার্স’ বই লিখেছেন শর্মিষ্ঠা। সোমবার পৌষ সংক্রান্তির দুপুরে সেই বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর হাতে তুলে দিলেন শর্মিষ্ঠা। সেই মুহূর্তের ছবি টুইটারে তুলে ধরে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, তাঁর বই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উৎসূক ছিলেন এবং সেই বইয়ের একটি কপি হাতে পাওয়ার জন্য তাঁকে ডেকেছিলেন। এই ছবি দেখার পর রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে, লোকসভা ভোটের কয়েক মাস আগে এই ছবি কি অন্য কোনও ইঙ্গিত? যদিও তা এখনও স্পষ্ট হয়নি।

বাবাকে নিয়ে লেখা শর্মিষ্ঠার স্মৃতিচারণমূলক বই ‘প্রণব, মাই ফাদার: এ ডটার রিমেম্বার্স’ গ্রন্থে তাঁর বাবার বিস্তারিত জীবন কাহিনি বর্ণনা করেছেন। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ডায়েরিতে উল্লেখ করা হয়েছে নানা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেগুলিই তাঁর বইতে চ্যাপ্টার অনুযায়ী তুলে ধরেছেন কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় তাঁর ডায়েরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধী সম্পর্কে আলাদা আলাদা করে মতামত প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, মোদির প্রশংসা করে প্রণব লিখেছেন, “ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদিই এমন প্রধানমন্ত্রী যিনি সঠিকভাবে জনতার পালস বুঝতে পারেন।” মোদি প্রসঙ্গে প্রণবের ডায়েরিতে উল্লেখ করা রয়েছে, ১. ওঁর চিন্তায় স্বচ্ছতা রয়েছে, দেশের প্রতি নিবেদিতপ্রাণ। ২. জনতার পালস খুব ভালো বুঝতে পারে। ৩. মিস্টার সবজান্তা নয়, জানার আগ্রহ রয়েছে । ৪. আরএসএস সদস্য হওয়ায় ভয়ঙ্করভাবে দেশপ্রেমী ও জাতীয়তাবাদী।

আরও পড়ুন- লোকসভার আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলি হলেন ৭৯ জন আধিকারিক

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...