দেখতে পাবেন না সিনেমা-সিরিয়াল! টালিগঞ্জে থমকে গেল শ্যুটিং

তাঁরা বলছেন তাঁদের প্রতিনিধি না থাকলে নিজেদের স.মস্যার কথা বলতে বা বোঝাতে অসু.বিধা হবে।

শীতের সকালে খবর কিংবা দুপুরে ম্যাটিনি শো অথবা অফিস থেকে ফিরে গিয়ে বাড়ির লোকের সঙ্গে বসে রিয়ালিটি ড্রামা দেখার আনন্দ থেকে এবার বঞ্চিত হতে হবে বাঙালি দর্শককে। আগামী বেশ কিছুদিন সিনেবো সিরিয়াল দেখতে পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ মঙ্গলবার সকাল থেকে আচমকাই টালিগঞ্জে কর্মবিরতি (Strike in Tollywood)। টেকনিশিয়ানদের একাংশ এই স্ট্রাইক ডেকেছেন বলে খবর। বন্ধ টলি পাড়ার লাইট -ক্যামেরা -অ্যাকশন।

সূত্রের খবর আসন্ন নির্বাচনের অংশ হতে টেকনিশিয়ানদের নিষেধ করায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের তরফে অভিযোগ করা হয়েছে যে আগামী ভোটে তাঁদের দাঁড়ানোয় বাধা দেওয়া হচ্ছে। গিল্ডের একাংশের বিরুদ্ধে এমনই অভিযোগ অপর অংশের। তাঁরা বলছেন তাঁদের প্রতিনিধি না থাকলে নিজেদের সমস্যার কথা বলতে বা বোঝাতে অসুবিধা হবে। অতএব নিজেদের দাবিতে অনড় থেকে তাঁরা আজ কর্মবিরতির ডাক দিয়েছেন।