ভূস্বর্গে ভূমিকম্প! আতঙ্কে জম্মু-কাশ্মীর

মঙ্গলের সকালে ভূস্বর্গে ভয়ংকর কাণ্ড। শীতের সকালে আচমকাই কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর ) Earthquake in Jammu and Kashmir)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৩.৬। প্রাথমিকভাবে খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও, আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা। কিস্তওয়ারে ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির(National Centre for Seismology) তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে।