Monday, November 10, 2025

কংগ্রেসে যোগ দিয়েই অন্ধ্রের প্রদেশ সভাপতির পদ পেলেন শর্মিলা

Date:

অনুমান করা হচ্ছিল কংগ্রেসে যোগ দিয়েই বড় পদ পাবেন ওয়াই এস শর্মিলা। সেই অনুমান সত্যি হল মঙ্গলবার। দাদা জগন মোহন রেড্ডির দল ছেড়ে গত সপ্তাহে হাত শিবিরে যোগ দেওয়া শর্মিলাকে দেওয়া হল অন্ধ্রপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ। গতকালই এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রুদ্র রাজু। এবার সেই দায়িত্বে আনা হল শর্মিলাকে।

মঙ্গলবার কংগ্রেসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন শর্মিলা। প্রসঙ্গত, প্রদেশ সভাপতির পদ থেকে রাজুর ইস্তফার পর তাঁকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যপদ দেয় কংগ্রেসের হাইকম্যান্ড। আর সেই জায়গায় আনা হয় ওয়াই এস শর্মিলাকে। এমনটা যে হবে সে আভাস আগেই ছিল। এবার সেটাই হল। আসলে তেলেঙ্গানা জয়ের পর কংগ্রেসের নজর পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশ। সেখানে শর্মিলা যে কংগ্রেসের কাছে কত বড় লাভজনক পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, কংগ্রেসে যোগ দিয়েই শর্মিলা জানিয়েছিলেন, “রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন আমার বাবা। তার জন্য কাজ করব।” একইসঙ্গে শর্মিলার প্রতিষ্ঠিত ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টিও এবার মিশে যাবে কংগ্রেসের সঙ্গে। রাহুলের আশা, শর্মিলার পরে ওয়াই এস আর কংগ্রেস থেকে বহু নেতাও কংগ্রেসে যোগদান করবেন। যার ফলে চাপে ফেলা যাবে প্রতিদ্বন্দ্বী শর্মিলার দাদা তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version