Saturday, August 23, 2025

১৩ আসনেই জিতবে আপ, পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোটবার্তা ভেস্তে দিলেন মান!

Date:

চণ্ডীগড়ের পুরনিগমে আসন সমঝোতা চূড়ান্ত করেছে আপ এবং কংগ্রেস। আপ নেতা রাঘব চাড্ডা ঘোষণা করেছিলেন, এটা ইন্ডিয়া জোটের প্রথম জয়। তার ঠিক পরই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জোর গলায় ঘোষণা করে দিলেন, পাঞ্জাবের ১৩ আসনের ১৩টিই জিতবে আপ। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই।

বুধবার পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, পাঞ্জাবের ১৩ লোকসভা আসনের ১৩টিতেই জিতবে আপ। অর্থাৎ ১৩ আসনেই প্রার্থী দেবে সেরাজ্যের শাসকদল। কোনও আসন ছাড়া হবে না কংগ্রেসের জন্য। অর্থাৎ পাঞ্জাবে ইন্ডিয়া জোটের লড়াই কার্যত ভেস্তে দিয়ে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, লোকসভার আগে দিল্লি, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব এবং গোয়ায় আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে আপ এবং কংগ্রেসের মধ্যে। সেই আলোচনা এ পর্যন্ত বেশ ইতিবাচক। সূত্রের খবর, পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যে আসন রফা প্রায় চূড়ান্ত। দিল্লিতে কংগ্রেসকে ৩ আসন ছাড়তে রাজি আপ। পালটা তাঁরা ৩ হরিয়ানায়, একটি গোয়ায় এবং দুটি আসন গুজরাটে চাইছে। সেসব নিয়ে আলোচনা চলছে।

এহেন অবস্থায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই জোট প্রক্রিয়ায় বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। আসলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে পাঞ্জাবে আপ এবং কংগ্রেস আলাদা আলাদাই লড়বে। যদি শেষবেলায় বিজেপি এবং অকালি দল কোনও জোট করে, তাহলে সেই সিদ্ধান্তে বদল হতে পারে নতুবা নয়। সেকারণেই সম্ভবত, মান এখন থেকেই সব আসনে জেতার দাবি জানিয়ে রাখতে চাইছেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version