ফিলিস্তিন ও ইজরায়েলের দ্বন্দ্বে সরব হয়েছিলেন বিশ্বের তারকা ফুটবলাররাও। ফিলিস্তিনদের ওপর ইজরায়েলের হামলার নিন্দা জানান প্রাক্তন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজিমা। এই ঘটনার রেশ ধরে গত বছরের অক্টোবরে বেনজিমার বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এতে দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন করিম বেনজিমা।বুধবার এই ফুটবলারের আইনজীবী হিউজ ভিগিয়ের ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা করেছেন।
সেই সময় বেনজিমা সামাজিক মাধ্যম এক্সে লিখেছিলেন,’আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনও নারী বা শিশুও রেহাই পাচ্ছে না।’ বেনজিমার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন করিম বেনজিমা
Date:
Share post: