Thursday, August 21, 2025

দ্রুত ছাড়তে হবে বাংলো! ফের মহুয়াকে নোটিশ, ‘গেরুয়া ষ.ড়যন্ত্র’-এর অভিযোগ তৃণমূলের

Date:

দ্রুত ছাড়তে হবে বাংলো (Bunglow)! ফের দিল্লির সাংসদ বাংলো ছাড়তে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নোটিশ লোকসভার (Loksabha) ডিরেক্টরেট অফ এস্টেট-এর (Director of Estate)। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ আপাতত বাংলোয় থাকতে চেয়ে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলা দায়ের করেছিলেন। এরপরই আদালত মহুয়াকে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছেই ফের আবেদনের পরামর্শ দেয়। তবে ডিরেক্টরেট অফ এস্টেট সাফ জানিয়েছে, অবিলম্বে বাংলো ছাড়তে হবে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদকে। বাংলো নিয়ে বাড়াবাড়ির পিছনে বড়সড় রাজনীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দলের তরফে সাফ জানানো হয়েছে, সাংসদদের মেয়াদ শেষের পরেও স্বল্প ভাড়ায় আরও ছয় মাস সরকারি বাংলোয় থাকতে পারেন। কিন্তু মহুয়াকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এর পিছনে গেরুয়া চক্রান্তকেই নিশানা করেছে তৃণমূল (TMC)।

দিল্লির সাংসদ বাংলোয় ৭ জানুয়ারি পর্যন্ত থাকার অনুমতি ছিল মহুয়ার। কিন্তু বাংলো না ছাড়ায় তাঁকে আগেও একবার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল মোদি সরকারের সংশ্লিষ্ট দফতর। এদিকে লোকসভার একটি সূত্রের দাবি, পূর্ণাঙ্গ মেয়াদ শেষে সাংসদদের বাড়তি ছয় মাস বাংলোয় থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু মহুয়া মৈত্রর সাংসদ পদ চলে যাওয়ার পর তাঁকে সেই সুযোগ কেন মোদি সরকার দিতে অস্বীকার করছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এর আগে সাংসদ পদ খারিজ হওয়ায় রাহুল গান্ধীর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি লাক্ষাদ্বীপের সাংসদের সদস্য পদ খারিজের পর তাঁকে বাংলো ছাড়তে হয়েছিল। একই সিদ্ধান্ত করা হয় রাহুল গান্ধীর ক্ষেত্রেও।

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version