Thursday, August 28, 2025

নীতীশ-পিনারাই অনুপস্থিত, জ্যোতি বসুর ‘মঞ্চে’ কোণঠাসা সিপিএমকে নোবেলজয়ী অভিজিতের বার্তা

Date:

ঘটা করে প্রচার শুরু হলেও আসলে এই রাজ্যে সিপিআইএম-এর ভাঁড়ারে যে ভাঁড়ে মা ভবানী সে কথা অক্ষরে অক্ষরে মিলল জ্যোতি বসুর প্রয়াণ দিবসে তাঁরই নামাঙ্কিত রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানের আলোচনাসভায় এলেন না প্রধান দুই বক্তাই – নীতীশ কুমার ও পিনারাই বিজয়ন। এসে পৌঁছালো শুধু তাঁদের বার্তা। মঞ্চ ভরাতে ভরসা সেই সীতারাম ইয়েচুরি ও মহম্মদ সেলিম।

রাজারহাটে বুধবার জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। সেখানেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ- এই বিষয়ের ওপর জাতীয় স্তরের আলোচনাসভার ঘোষণা করা হয়।  সিপিআইএম-এর পক্ষ থেকে ঘটা করে এই অনুষ্ঠানের আগে প্রচার চালানো হয় তাঁদের অনুষ্ঠানের অন্যতম বক্তা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে বাস্তবে জ্যোতি বসুর প্রয়াণ দিবসে এই অনুষ্ঠানে দেখা গেল না দুজনের কাউকেই।

বিহারের মুখ্যমন্ত্রী শারীরিক অসুস্থতার জন্য আগেই জানিয়ে ছিলেন অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। বাংলার বামেদের পক্ষ থেকে তেজস্বী যাদবকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনিও আসতে চাননি। প্রাক্তন ‘বন্ধু’ দলের সঙ্গে সদ্ভাবের সমস্যাতেই একসময়ে জ্যোতি বসুর সমসাময়িক রাজনীতিক এরাজ্যে এলেন না, এমনটাও বলছেন রাজনীতিকরা।

তবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর জেলায় প্রধানমন্ত্রীর সফরের জন্য যোগ দিতে পারেননি ১৭ জানুয়ারির অনুষ্ঠানে। তিনিও নীতিশের মতো বার্তা পাঠিয়েছিলেন। পাশাপাশি বার্তা পাঠান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বাস্তবধর্মী শিক্ষার আশা নিয়ে সেন্টারটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version