Thursday, November 13, 2025

ফের রণক্ষেত্র মণিপুর: খুন পুলিশ কম্যান্ডো, জারি হল কার্ফু

Date:

নতুন করে ফের রণক্ষেত্রের চেহারা নিল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। বুধবার সকালে উগ্রপন্থীদের হামলায় মৃত্যু হল এক পুলিশ কম্যান্ডোর। ঘটনাটি ঘটেছে ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দূরে সীমান্ত এলাকায়। এরপর থেকেই উত্তপ্ত এলাকার পরিস্থিতি। এলাকায় জারি করা হয়েছে কার্ফু।

মণিপুর পুলিশ সূত্রের খবর, মৃত আধিকারিকের নাম ওয়াংখেম সমরজিৎ, সে পশ্চিম ইম্ফলের মালমের বাসিন্দা। কয়েকদিন আগেই কুকি সম্প্রদায়ের দুজনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল এক পুলিশ অফিসারকে খুনের অভিযোগে। তারপর থেকেই বড় রকম প্রতিবাদ শুরু হয়েছে। তার জেরেই এই খুনের ঘটনা। জানা যাচ্ছে, নিরাপত্তারক্ষীদের ক্যাম্পে এদিন প্রথমে বোমা ছোড়ে হামলাকারীরা, তারপর নাগাড়ে গুলি চালানো হয়। এও জানা গেছে, ওই বেস ক্যাম্পে আরপিজি শেল পর্যন্ত ছোড়া হয়েছে, তার জেরে সেনার একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুকিদের দাবি মোরে থেকে রাজ্য পুলিশকে সরিয়ে দিতে হবে। তারা সেখানে শুধু কেন্দ্রীয় বাহিনী চায়।

উল্লেখ্য, গত বছর মে মাস থেকে যে হিংসা মণিপুরে শুরু হয়েছিল তা থামার তো লক্ষণ নেই উল্টে উত্তরোত্তর বাড়ছে। রাজ্যের পুলিশের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ তুলেছে কুকি সম্প্রদায়ের মানুষ। অভিযোগ, তাঁদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে পুলিশই। যদিও পুলিশ এই সব অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version