Friday, November 14, 2025

প্রস্তুত রামলালার ভোগের রুপোর থালা, ‘মোনোপলি’ শুধুই জয়পুরের

Date:

অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের আগে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে নানা ধরনের বিধি আচরণ। গোটা অযোধ্যা (Ayodhya) সেজে উঠছে মন্দির উদ্বোধন উপলক্ষ্যে। সেই সঙ্গে রামমন্দির নানা ধরনের পুজো উপাচারের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে ২২ তারিখ রামলালার বিশেষ পুজোর প্রস্তুতি। সেই উদ্দেশ্যে পৌঁছে গেল রামলালাকে ভোগ নিবেদনের রুপোর থালাও। তবে প্রস্তুতকারকের সূত্র দেখলে দেখা যাচ্ছে এখানে মিশে রয়েছে স্বজন পোষণ।

২২ জানুয়ারি ১৮ ইঞ্চি ব্যাসের থালায় খেতে দেওয়া হবে রামলালাকে। সোনার পাত্রের ওপর রুপোর থালা, চারটি রুপোর বাটি, একটি কলসির পুরো সেট প্রস্তুত করে এনেছেন রাজস্থানের জয়পুরের আইরিস (Iris) নামে এক সংস্থা। চারটি বাটি পদ্মফুলের আকৃতির যার ২১টি পাপড়ি রয়েছে বলে দাবি প্রস্তুতকারকের। কলসের সঙ্গে জোড়া রুপোর ঘোড়া, যা রামের রথের প্রতীক হিসাবে দাবি করা হয়েছে। থালার নিচে হনুমানের মূর্তি যিনি বহন করে আছেন গোটা থালা, বাটি ও কলসের সেট। এখানে হনুমানের অপার ভক্তির প্রকাশিত হয়েছে।

এই রুপোর সামগ্রি তৈরি করেছে জয়পুরের আইরিস সংস্থা। রামমন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদেরকে এই সামগ্রি তৈরির দ্বায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গলবার রামমন্দিরের পুরোহিত ও রাম জন্মভূমি ট্রাস্টের মহাসচিব চম্পত রায়ের হাতে সেই থালার সেট তুলে দেন আইরিসের কর্ণধার লক্ষ্য পাবুয়াল ও সংস্থার সহ নির্মাতা রাজীব পাবুয়াল। এই আইরিস সংস্থাই জি-২০ সম্মেলনের সময় অতিথিদের পরিবেশনের জন্য রুপোর পাত্র তৈরি করেছিল। কেন্দ্রের সামগ্রিক মদতে যে রামমন্দির উদ্বোধন হতে চলেছে তাতে বাণিজ্যিকভাবেও মোদি সরকারের মত একাধিপত্যের (monopoly) পথই বেছে নিয়েছে যোগি আদিত্যনাথ সরকার। রামলালার থালার প্রস্তুতকারী সংস্থা থেকেও তারই প্রমাণ মিলছে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version