Wednesday, August 27, 2025

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম্যাচ, নিজেদের শক্তি পরীক্ষায় আজ টিম ইন্ডিয়া!

Date:

সামনেই ২০-২০ বিশ্বযুদ্ধ (T20 World Cup) , তেইশের আক্ষেপ হতাশা কাটাতে চব্বিশের বিশ্বকাপ জিততে চায় মেন ইন ব্লু। কিন্তু আজই শেষ সুযোগ। আফগানদের (Afghanistan Cricket Team) বিরুদ্ধে এই ম্যাচের পর আর কোনও টি ২০ খেলার সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের কাছে। ইতিমধ্যেই সিরিজ ২-০ তে জিতে নিয়েছে রোহিত ব্রিগেড। তাই আজকের খেলা নিছক নিয়মরক্ষার। কিন্তু ভারতের থিঙ্ক-ট্যাঙ্ক মনে করছে আজই ভারতের (Indian Cricket Team) শক্তি আর দুর্বলতার পরীক্ষা হয়ে যাবে।

আজ বিরাটের (Virat Kohli)ঘরের মাঠে ম্যাচ। প্রায় ১৪মাস পর এই ফরমেটে কাম ব্যাক করেছেন রোহিত- বিরাট। জল্পনা উড়িয়ে তাদের টি ২০ বিশ্বকাপে দেখা যাবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই। কিন্তু প্রথম দুটো ম্যাচে রোহিতের (Rohit Sharma) ঝুলিতে শূন্য ছাড়া আর কিছুই নেই। বিরাট খেলেছেন একটা ম্যাচে, তাতে বেশ বড় ইনিংস করবেন বলে মনে করা হচ্ছিল। যদিও সেটা সম্ভব হয়নি কিন্তু ব্যাট হাতে সাবলীল লেগেছে তাঁকে।বেঙ্গালুরুতে বিরাটের থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে। এই ম্যাচে দুজনের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবেন নির্বাচকরা। রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই এই সিরিজে। তবে তাঁর ব্যাটিং প্রবল চিন্তায় রেখেছে। এই সিরিজে হ্যাটট্রিক আটকানোই চ্যালেঞ্জ রোহিতের। শিবম দুবে ব্যাক টু ব্যাক ভাল পারফরমেন্সে ভারতের ভরসার জায়গা হয়ে উঠেছেন। অনেকে আবার তাঁকে হার্দিক পান্ডের বিকল্প ভাবতেই শুরু করেছেন। রিঙ্কু সিং লোয়ার মিডল অর্ডারে ভারতকে স্বস্তিতে রেখেছে। যেহেতু ভারত সিরিজ জিতে রয়েছে তাই বোলিং কম্বিনেশন নিয়ে আজ পরীক্ষা করতে পারেন রোহিত- রাহুলরা। আবেশ এবং কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা রয়েছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version