Thursday, August 21, 2025

একলাফে ৩০০ কোটি কমল অ্যাপলের সিইওর বেতন! টিম কুকের আয় জানলে চোখ কপালে উঠবে

Date:

বড়সড় ক্ষতির মুখে অ্যাপলের (Apple) সিইও (CEO)। গত এক বছরে রেকর্ড আয় কমেছে বিশ্ব স্মার্টফোন সংস্থা অ্যাপলের সিইও টিম কুকের (Tim Cook। কিন্তু ক্ষতির পরিমাণ নেহাতই ছোট নয়। জানা গিয়েছ ৩০০ কোটি টাকা আয় কমেছে (Income) টিমের। এমন খবর সামনে আসতে প্রশ্ন উঠতে শুরু করেছে যদি এক বছরে ৩০০ কোটি টাকা আয় কমে তাহলে কত বেতন পান তিনি? যা শুনলে চমকে উঠবেন।

সম্প্রতি ইউএস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে অ্যাপলের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে টিম প্রায় ৫২৪ কোটি টাকা আয় করেছেন। বিগত বছরে শুধুমাত্র বেতন হিসাবে পেয়েছেন ২৫ কোটি টাকা। এর বাইরে ২০২৩ সালে শেয়ার বাজার থেকে প্রায় ৩৯০ কোটি টাকা আয় করেছেন। সংস্থার লভ্যাংশ হিসাবে প্রায় ৮৯ কোটি টাকা রোজগার করেছেন। এছাড়াও ভাতা বাবদ আরও প্রায় ২১ কোটি টাকা উপার্জন করেছেন টিম। অ্যাপলের দাবি, সব মিলিয়ে ২০২৩ সালে সংস্থার সিইও-র মোট আয় ভারতীয় মুদ্রায় ৫২৩ কোটি টাকা। যদিও সেই আয়ও গত বছরের তুলনায় ৩০০ কোটি টাকা কম।

এরপরই প্রশ্ন উঠেছে, তাহল ২০২২ সালে কত টাকা আয় করেছিলেন তিনি? সংস্থা সূত্রে খবর, ২০২২ সালে টিমের মোট আয় ছিল ৮২৩ কোটি ৯১ লক্ষ টাকা। এরপর ২০২৩ সালে নিজের বেতনের ৪০ শতাংশ কমানোর প্রস্তাব করেন তিনি। টিমের মনে হয়েছিল, তাঁর বেতন অত্যাধিক বেশি যা অ্যাপেলের জন্য ভালো বিজ্ঞাপন নয়। সেই কারণেই নিজেই বেতন কমানোর প্রস্তাব করেছিলেন। আর ঠিক সেকারণেই ২০২৩ সালে আয় কমেছে টিম কুকের।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version