রোহিত-রিঙ্কুর ব্যাটিং-এ মুগ্ধ দ্রাবিড়, কী বললেন ভারতীয় দলের কোচ?

ম্যাচ শেষে দ্রাবিড় বলেন, “অনবদ্য ব্যাটিং করেছে রিঙ্কু। মাত্র কয়েক মাস আগে ভারতীয় দলের হয়ে ওর অভিযান শুরু হয়েছে। কিন্তু খুব

গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে জয় পায় ভারতীয় দল। সুপার ওভারে জয় পায় রোহিত শর্মার দল। এই ম্যাচে নজর কেড়েছে রোহিত শর্মা এবং রিঙ্কু সিং-এর ব্যাটিং। এক এক করে যখন উইকেট হারাতে শুরু করে টিম ইন্ডিয়া, তখন দলকে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ভরসা দেন রিঙ্কু সিং। ১২১ রানে অপরাজিত ভারত অধিনায়ক। ওপর দিকে ৬৯ রানে অপরাজিত রিঙ্কু। রিঙ্কুর এই ব্যাটিং-এ মুগ্ধ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

ম্যাচ শেষে দ্রাবিড় বলেন, “অনবদ্য ব্যাটিং করেছে রিঙ্কু। মাত্র কয়েক মাস আগে ভারতীয় দলের হয়ে ওর অভিযান শুরু হয়েছে। কিন্তু খুব কম সময়ের মধ্যে ওর পরিণতবোধ এবং মাথা ঠান্ডা রেখে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করার ধরন নজর কেড়ে নিয়েছে। আমরা পরের দিকে খেলতে নেমে রিঙ্কুকে ম্যাচ শেষ করে আসতে দেখেছি। এখন দেখলাম দায়িত্ব নিয়ে কীভাবে ইনিংসটা গড়ে গেল। এই ব্যাপারগুলো দেখতে খুব ভাল লাগে।রিঙ্কুর ক্রিকেট দর্শন অত্যন্ত স্বচ্ছ। কোথায় ওর শক্তি আর কোন জায়গায় উন্নতির প্রয়োজন, সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। এটা বড় একটা প্রাপ্তি।”

রিঙ্কুর প্রশংসায় রোহিত বলেন, “ গত কয়েকটি সিরিজে রিঙ্কু বুঝিয়ে দিয়েছে, ও কী করতে পারে। মাথা ঠান্ডা রেখে ভয়ডরহীন ক্রিকেট খেলা রপ্ত করে ফেলেছে। এটাতেই বোঝা যায়, ম্যাচটা কীভাবে খেলতে হবে সেটা সম্পর্কে ধারণা পরিষ্কার। যখনই সুযোগ পেয়েছে, নিজের যোগ্যতা প্রমাণ করেছে। ভারতের হয়ে শেষ দশ ইনিংসে রিঙ্কু দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে।’’

অপরদিকে রোহিতের প্রশংসায় দ্রাবির বলেন, রোহিতকে আবার পুরনো ছন্দে ফিরতে দেখে খুব ভাল লাগল। ফের বুঝিয়ে দিয়েছে, ও কী মানের ব্যাটার। ওর শটের বৈচিত্র দেখে আমিও কিছু ক্ষেত্রে বিস্মিত হয়ে গিয়েছি।’’

আরও পড়ুন- আগামিকাল ডার্বি, রইলো ইস্ট-মোহনের আপডেট

 

Previous articleবিজেপির লাগাতার মহিলা বিদ্বেষ এবং কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে গেরুয়া শিবিরকে তুলোধনা চন্দ্রিমার
Next articleজোড়া প্রকল্পে অসাধারণ সাফল্য! নতুন বছরের শুরুতেই স্কচ অ্যাওয়ার্ড পেল কলকাতা পুলিশ