Wednesday, November 12, 2025

মাদক আর কালাশনিকভ শেষ করে দিচ্ছে দেশটাকে, মন্তব্য পাক বিচারপতির

Date:

পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। আন্তর্জাতিক তকমা পাওয়া জঙ্গিদের নিজের দেশে আড়াল করে রেখেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। বার বার এই অভিযোগ করে এসেছে ভারত। এবার খোদ পাকিস্তানের প্রধান বিচারপতির মন্তব্যে উঠে এলো সেকথা। পাকিস্তানের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা মন্তব্য করলেন, মাদক আর কালাশনিকভ সংস্কৃতি শেষ করে দিচ্ছে দেশটাকে। দেশের প্রধান বিচারপতির এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পাক সরকার।

পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ অস্ত্রের বাড়বাড়ন্তের জেরে সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে পাক সরকার। ওই সব অস্ত্রের লাইসেন্সের বিষয়ে তথ্য চেয়ে দেশের একাধিক কর্তৃপক্ষকে নোটিস জারি করেছে আদালত। এই ইস্যুতেই সে দেশের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা বলেন, “মাদক আর কালাশনিকভ দেশটাকে ধ্বংস করছে। পৃথিবীর কোথাও বড় গাড়িতে চেপে চোখে রঙিন চশমা লাগিয়ে কালাশনিকভ হাতে করে কেউ ঘুরতে যায় না।” ইসা বলেন, এমনকি তাঁকেও অস্ত্র রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। আসলে এক চুরির মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করতে দেখা যায় পাক প্রধান বিচারপতিকে।

আসলে চোর গৃহস্থের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্রের সঙ্গে চুরি করেছে আগ্নেয়াস্ত্রও। এই প্রসঙ্গেই বিচারপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চান, দেশে কতগুলো নিষিদ্ধ অস্ত্রকে লাইসেন্স দেওয়া হয়েছে? এদিন নিষিদ্ধ অস্ত্র নিয়ে নির্দেশকার অনুলিপি পাঠানো হয়েছে, অভ্যন্তরীণ সচিব এবং প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব, ইন্সপেক্টর জেনারেল, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এবং প্রাদেশিক অ্যাডভোকেট জেনারেলদেরও।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version