Friday, December 5, 2025

আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে জয় পেল ভারত

Date:

Share post:

আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে জয় পেল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দুটো দলই ২১২ রান তোলে। ম্যাচ হয় টাই। এরপর শুরু হয় সুপার ওভারের খেলা। সেখানেই হয় ম্যাচের নিষ্পত্তি। সুপার ওভারে আফগানিস্তান ১ উইকেটে ১৬ রান করেছিল। যদিও মহম্মদ নবির রান নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এরপর ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। ব্যাট করতে নামেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। এই পর্বে তিনি পরপর দুটো ছক্কা হাঁকিয়ে ম্যাচ কার্যত ভারতের পকেটে পুরে দেন। শেষ ১ বলে দরকার ছিল ২ রান। ইতিমধ্যে রোহিত নিজেকে রিটায়ার্ড আউট করে নেন। মাঠে নামেন রিঙ্কু সিং। টানটান উত্তেজনা। একটা রান নিলেন যশস্বী। আবারও একটা সুপার ওভারের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় সুপার ওভারে ভারত ২ উইকেটে ১১ রান করে। এরপর আফগানিস্তান ১ রানে ২ উইকেট হারায়। এবং ভারত জয়লাভ করে।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পঞ্চম শতরান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেললেন রিঙ্কু সিংও।

এরপর ব্যাট করতে নামে আফগানিস্তান। দলের হয়ে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান এবং গুলবাদিন নায়েব। তারা ৬ উইকেটে ২১২ রান তুলতে পারে। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ ছিল।
এদিন রোহিতের ব্যাট থেকে যেমন একদিকে দুর্দান্ত শতরান দেখতে পাওয়া যায়, তেমনই রিঙ্কুও করেন ধুন্ধুমার হাফ সেঞ্চুরি। তবে ইনিংসের শেষ ওভারে রোহিত এবং রিঙ্কু দুজনে মিলে ৩৬ রান তুলে ফেলেন। একটা সময় ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে মাত্র ২৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। এরপর থেকে রোহিত শর্মা এবং রিঙ্কু সিং গোটা ইনিংসটা সামলান।

ভারতীয় ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন আফগান বোলার করিম জানাত। এই ওভারে করিম ৩৬ রান খরচ করে আসেন। রোহিত এবং রিঙ্কু এই ওভারে পাঁচটি ছক্কা এবং একটা বাউন্ডারি হাঁকালেন। করিম এই ম্যাচে একটি নো বলও করে ফেলেন। এই নো বলেও তাঁকে ছক্কা হজম করতে হয়েছিল। এরপর ফ্রি হিটেও করিমকে ছক্কা খেতে হয়। করিমের এই ওভারে রোহিত শর্মা দুটো এবং রিঙ্কু সিং তিনটে ছক্কা হাঁকান।

spot_img

Related articles

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...