নতুন বছরেই সুখবর! এবার জোড়া প্রকল্পে অসাধারণ সাফল্যের জন্য স্কচ অ্যাওয়ার্ড ২০২৩ (Scotch Award 2023) সম্মান পেতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে এই বিষয়ে পোস্ট করে বিস্তারিত জানানো হয়েছে। বুধবার কলকাতা পুলিশ জানিয়েছে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘প্রণাম’ (Pranam) এবং ‘সুকন্যা’ (Sukakanya) প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হতে চলেছে কলকাতা পুলিশ। আগামী ১০ ফেব্রুয়ারি দিল্লিতে (Delhi) একটি বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার আমাদের হাতে তুলে দেওয়া হবে।

কলকাতা পুলিশের ‘প্রণাম’ প্রকল্পে ৬৫ বছর বা তার বেশি বয়স্ক নাগরিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।

বয়স্কদের সুবিধার্থে ইতিমধ্যে চালু হয়েছে ‘প্রণাম’ অ্যাপ। বয়স্করা যেকোনো সমস্যায় পড়লে ফোন করতে পারবেন প্রণাম হেল্পলাইন ৯৪৭৭৯ ৫৫৫৫৫ নম্বরে। ওষুধ থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স, বাড়ির গৃহকর্মীর নাম নথিবদ্ধকরণ থেকে রাতে হঠাৎ প্রযোজনীয় পুলিশি সহায়তা সমস্ত কিছু পরিষেবা মেলে এক ক্লিকে। বিগত এক দশকে কলকাতা শহরে প্রনামের সদস্য সংখ্যা ১৯ হাজার ছুঁইছুঁই। আর এই প্রকল্প ইতিমধ্যে যথেষ্ট সমাদৃত হয়েছে। উপকৃত হচ্ছেন সাধারণ মানুষও। সেকারণেই এই প্রকল্পকে সম্মানিত করা হচ্ছে।

অন্যদিকে, ‘সুকন্যা’ উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদান দেওয়া হয়। যার সাহায্যে কোনোরকম বিপদে পড়লে নিজেদের রক্ষা করতে পারেন ছাত্রীরা। গত কয়েক বছর ধরেই বাংলার বিভিন্ন সরকারি পরিষেবা জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড জিতেছে বাংলা। সাধারণত, শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তি এবং সামাজিক ক্ষেত্রে উৎকর্ষের জন্য প্রতি বছরই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে পুরস্কৃত করে দেশের অন্যতম থিঙ্কট্যাঙ্ক সংস্থা ‘স্কচ গ্রুপ’। আগেও পশ্চিমবঙ্গ সরকারকে স্বীকৃতি দিয়েছে তারা। এবার কলকাতা পুলিশের মুকুটে জুড়ল জোড়া পালক।
