মোদি রাজ্যে বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের জনপ্রিয়তা!

বাংলার মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের জনপ্রিয়তা বাড়ছে মোদি রাজ্য গুজরাটে। বৃহস্পতিবার ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিন গুজরাটি সমাজের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানান যে তাঁদের রাজ্যে ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের প্রতি আকর্ষণ আর কৌতূহল বাড়ছে। তাই মুখ্যমন্ত্রীর লেখা বই যাতে গুজরাটি ভাষায় অনুবাদ করা যায় সেই সম্মতি চান তাঁরা। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি গুজরাটের মানুষদের খুব ভালবাসেন। তাঁদের সঙ্গে সুন্দর আলাপচারিতায় নিজের বই সেখানকার ভাষায় অনুবাদের সম্মতিও দিয়েছেন।

Previous articleএএফসি এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হার ভারতের
Next articleসর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে ‘সংহতি ব়্যালি’ মমতার, একনজরে ২২ তারিখের কর্মসূচি