Wednesday, November 12, 2025

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সময় বদল! পরীক্ষার রুটিন অপরিবর্তিত

Date:

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদল! প্রায় ২ ঘন্টারও বেশি সময় এগিয়ে নিয়ে আসা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা।যদিও পরীক্ষার রুটিনে দিন অপরিবর্তিত থাকছে। তবে বদলে যাচ্ছে পরীক্ষা শুরুর সময়। আজ বৃহস্পতিবার নবান্নে বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।যেখানে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদ এবং রাজ্য প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষার সময় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিনের বৈঠকে মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১.৪৫ মিনিটের পরিবর্তে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে।পরীক্ষার্থীদের সকাল ৯ টার মধ্যে পৌঁছে যেতে হবে কেন্দ্রে।

আগের সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর সময় ছিল দুপুর ১২ টা এবং শেষ হওয়ার সময় ছিল দুপুর ৩ টে ১৫ মিনিটে। তবে এই সময়সূচিতেও বড় পরিবর্তন করা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, দুপুর ১২টার অনেক আগেই শুরু হয়ে যাবে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, সঙ্গীত, স্বাস্থ্য ও শারীর শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। ২ ঘণ্টার পরীক্ষা শেষ হবে বেলা ১১টা ৪৫ মিনিটে।

সময় এগিয়ে নিয়ে আসার কারণ হিসাবে জানা গিয়েছে,শীতের দিনে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসছে। এক্ষেত্রে সমস্যা হতে পারে পরিক্ষার্থীদের। আর সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version