Friday, December 12, 2025

হিন্দু ধর্মে শঙ্করাচার্যের ভূমিকা কী? রামমন্দির উদ্বোধনের আগে জানুন খুঁটিনাটি

Date:

Share post:

অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Rammandir) উদ্বোধনে নিজেদের সরিয়ে নিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন দেশের চার শঙ্করাচার্য (Shankaracharyas)। তাঁদের বক্তব্য নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে শুরু হয়েছে বিতর্ক। তাঁদের সিদ্ধান্ত ঠিক নাকি ভুল তা নিয়ে চর্চা কম হচ্ছে না। তবে শঙ্করাচার্য এবং তাঁদের মঠের ইতিহাস অনেক পুরনো। ভারতের চার প্রান্তে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন আদি শঙ্কর। পুরী, জোশীমঠ, দ্বারকা এবং শৃঙ্গেরী— দেশের চারটি উল্লেখযোগ্য মঠ। আর সেই মঠের প্রধান পরিচালকের দায়িত্বে যারা থাকেন তাঁদের শঙ্করাচার্য বলা হয়।

এক নজরে দেখে নেওয়া যাক ৪ মঠের ইতিহাস

 গোবর্ধনপীঠ

 আদি শঙ্কর প্রতিষ্ঠিত পুরীর মঠটির নাম গোবর্ধনপীঠ। খ্রিস্টপূর্ব ৪৮৬ অব্দে এই মঠ তৈরি করা হয়েছিল। বর্তমানে এই মঠের প্রধান হলেন শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী।

দ্বারকা সারদাপীঠ

 আদি শঙ্কর প্রতিষ্ঠিত পশ্চিম মঠের নাম দ্বারকা সারদাপীঠ। গুজরাতের দ্বারকা জেলায় ওই মঠটি স্থাপন করা হয়েছিল। ওই মঠের বর্তমান প্রধানের নাম শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী।

 শ্রীসারদাপীঠ

দেশের দক্ষিণ প্রান্তে আদি শঙ্কর প্রতিষ্ঠিত মঠটির নাম শ্রীসারদাপীঠ। দক্ষিণে মঠ প্রতিষ্ঠার জন্য কর্নাটকের শৃঙ্গেরীকে উপযুক্ত হিসাবে বেছে নিয়েছিলেন শঙ্কর।

জ্যোতির্পীঠ

দেশের উত্তর প্রান্তে আদি শঙ্কর যে মঠটি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম জ্যোতির্পীঠ। উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠে ওই মঠ রয়েছে। বর্তমান প্রধান হলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।

এরপরই শঙ্করের হাত ধরে শৃঙ্গেরী পীঠের দায়িত্ব পান সুরেশ্বরাচার্য। দ্বারকার মঠটির দায়িত্ব পান হস্তামলকাচার্য। পুরীতে আদি শঙ্করের গোবর্ধন মঠের দায়িত্ব পান তাঁর শিষ্য পদ্মপাদাচার্য। এছাড়া, উত্তর ভারতের জোশীমঠে শঙ্করাচার্যের মঠের প্রথম প্রধান হয়েছিলেন তোটকাচার্য। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর অযোধ্যায় সনাতন ধর্ম লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যে বয়কট করেছেন শঙ্করাচার্যেরা। পুরী গোবর্ধনপীঠের শঙ্করাচার্য জানিয়েছেন, তিনি অযোধ্যার অনুষ্ঠানে যাচ্ছেন না। পরে জোশীমঠের জ্যোতির্মঠপীঠের শঙ্করাচার্যও জানান, দেশের চার পীঠের চার শঙ্করাচার্যই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি গঙ্গাসাগরের অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী মোদির সমালোচনাও করেছেন পুরীর শঙ্করাচার্য।

 

 

 

spot_img

Related articles

গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ৫

ফের গুজরাটে (Gujrat) ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Under Construction)। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের আহত হওয়ার...

শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভেন্টিলেশনে খালেদা জিয়া!

অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হতেই...

প্যাটি বিক্রেতাদের উপর হামলাকারীদের সংবর্ধনা শুভেন্দুর! তীব্র ধিক্কার তৃণমূলের

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব...

Indigo-র উড়ান বিপর্যয়ে ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA, বিমান সংস্থার পরিষেবায় বাড়তি নজরদারি

ইন্ডিগো-র রেকর্ড সংখ্যক উড়ান বাতিল। হয়রান যাত্রীরা। প্রশ্নের মুখে দেশের বিমান (Flight) চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)-র ভূমিকা।...