Saturday, November 8, 2025

মধ্যপ্রদেশের হোমে শিশুদের যৌন নির্যাতন, অভিযোগ দায়ের NCPCR-এর

Date:

আবার সেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। এবার হোম থেকে শিশু উধাওয়ের কাহিনী না, হোমে গিয়ে অকথ্য শারীরিক নির্যাতন থেকে যৌন নির্যাতনের (sexual abuse) কাহিনী শুনলেন খোদ কেন্দ্রীয় শিশু অধিকার কমিশনের সদস্যরা। সারপ্রাইজ ভিজিটের (surprise visit) পরই তালা লাগানো হল ইন্দোরের সেই হোমে। শিশুদের আপাতত সরকারি হোমে স্থান দেওয়া হয়েছে।

বছরের শুরুতেই মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal) একটি বেসরকারি হোমে সারপ্রাইজ ভিজিটে গিয়ে আঁৎকে ওঠেন ন্যাশানাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR) চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোর। রেজিস্টারে নাম থাকা ২৬ নাবালিকার কোনও হদিশই পায় না কমিশনের সদস্যরা। বিভিন্ন রাজ্যের ফুটপাথ থেকে তুলে আনা শিশুদের খোঁজ পেতে শুরু হয় তদন্ত।

তবে এবার কমিশনের সদস্যরা হোমে পৌঁছাতে শিশুরা তুলে ধরল তাদের ওপর চলা নির্যাতনের কাহিনী। কেউ শোনালো জোর করে শুকনো লঙ্কা শোঁকানোর কাহিনী। কেউ শোনালো মাথা নিচে পা উপরে করে বেঁধে রাখার কাহিনী। কাউকে আবার গরম লোহার রড দিয়ে ছেঁকাও দেওয়া হয়েছে। সবথেকে চাঞ্চল্যকর শিশুদের পোশাক খুলে ছবি তুলে রাখার কাহিনী। একই রাজ্যে একটি হোম নিয়ে তদন্তের সুরাহা না হতেই অন্য হোমে যে ছবি ফুটে উঠল কমিশনের সদস্যদের সামনে তথা গোটা দেশের সামনে, তাতে এই রাজ্যে আদৌ কোনও হোম শিশুদের জন্য নিরাপদ কি না তা নিয়েই উঠছে প্রশ্ন।

এই হোমের পরিচালক সংস্থার আবার কর্ণাটকের বেঙ্গালুরু, গুজরাটের সুরাট, রাজস্থানের যোধপুর ও পশ্চিমবঙ্গের কলকাতায়। বর্তমানে সেই ইন্দোরের হোমে আবাসিক ছিল ২১ জন শিশু। মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ফুটপাথ থেকে এই সব শিশুদের উদ্ধার করে হোমে এনে রেখেছিল কর্তৃপক্ষ। যাবতীয় বেনিয়ম ও নির্যাতনের তথ্য পাওয়ার পর ইন্দোর পুলিশে অভিযোগ দায়ের (FIR) করে কমিশন।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version