Thursday, August 21, 2025

যত সময় যাচ্ছে ততই বিজেপি বিরোধী রাজ্যে বাড়ছে কেন্দ্রের আক্রোশ। তাই একের পর রাজ্যের প্রাপ্য আটকে দিচ্ছে মোদি সরকার (Modi Government)বলে অভিযোগ। বঞ্চনার তালিকার শীর্ষে রয়েছে বাংলা (West Bengal)। মনরেগা, আবাসন প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো একাধিক প্রকল্পে বাংলার বিপুল পরিমাণে বকেয়া রয়েছে। মনরেগায় বাংলা ছাড়াও বিরোধী শাসিত তামিলনাড়ু, কেরলেরও বকেয়া রয়েছে। ফলে একদিকে বকেয়া অন্যদিকে, রাজ্যগুলির থেকে করের ভাগ কমিয়ে দেওয়ার প্রচেষ্টার খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)।

২০২৪ এর লোকসভা নির্বাচনে মোদিকে গদিচ্যুত করতে বিরোধীরা INDIA জোট গড়েছেন। এতে অন্তর্ভুক্ত দলগুলোর দাবি, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন লাগাতার রাজ্যের অধিকারের পক্ষে সওয়াল করেছেন নরেন্দ্র মোদি। অথচ তিনিই ২০১৪ সালে ক্ষমতায় আসার পর অর্থ কমিশনের সঙ্গে দর কষাকষি করে রাজ্যের প্রাপ্য কমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন আমলা জহর সরকার প্রধানমন্ত্রীকে ‘নির্লজ্জ’ বলে তীব্র আক্রমণ করেন। তাঁর কথায়, “মোদি যেদিন প্রধানমন্ত্রী হলেন, সেদিন থেকেই রাজ্যগুলিকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে শুরু করে দিলেন। আমরা যে বারবার বলি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছেন, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ক্ষমতা ছাড়া এরা কিছু বোঝেন না।” তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “যুক্তরাষ্ট্রীয় কাঠামকে ভুলুণ্ঠিত করে স্বৈরাচারি, স্বেচ্ছাচারী, হিটলারের তুঘলকি শাসনের নায়ক প্রচার সর্বস্ব পাবলিসিটি মাষ্টার হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি প্রতি মুহূর্তে বিরোধী রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছেন।” এ বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ব্যাপক অমর্যাদার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আসল চরিত্র প্রকাশ পেয়েছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়ার যে অপচেষ্টা করছেন মোদি বলে অভিযোগ তার বিরোধিতায় ফের সরব ইন্ডিয়া জোট।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version