Saturday, July 5, 2025

ফের আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে তলব করল ইডি। শুধুমাত্র লালু নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে লালুর পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও। শুক্রবার ইডির তরফ থেকে জানা গিয়েছে,পাটনায় ইডির অফিসে বাবা ও ছেলেকে তলব করা হয়েছে। তবে একই দিনে নয়, ভিন্ন ভিন্ন দিনে ইডির অফিসে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। লালুকে ডাকা হয়েছে আগামী ২৯ জানুয়ারি।এবং ৩০ জানুয়ারি ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তেজস্বীকে।এর আগেও বাবা-ছেলেকে ইডি তলব করেছিল।যদিও সে বার দু’জনেই হাজিরা এড়িয়েছিলেন।
লালু যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় জমির বদলে রেলের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল।এই বিষয়ে গত কয়েক মাসে নানা জায়গায় অভিযান চালিয়েছে ইডি।অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে গ্রুপ ডি পদের ‘সাবস্টিটিউট’ হিসাবে বেশ কয়েক জনকে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এর আগে সিবিআই একটি মামলা করে। ওই মামলায় লালু ছাড়াও নাম রয়েছে তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তাঁদের দুই কন্যা এবং আরও ১২ জনের।

বছর দুই আগে একটি এফআইআর দায়ের হয়। ২০২২ সালের অক্টোবর মাসে ওই দুর্নীতি মামলায় লালু এবং রাবড়ির বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন যাদব পরিবার।অন্য দিকে, গত বছর মার্চে লালুর তিন মেয়ে রাগিনি, চন্দা এবং হেমার বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীর বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকেরা। লালুর ঘনিষ্ঠ আরজেডির প্রাক্তন নেতা আবু দোজানার বাড়িতেও গিয়েছিল ইডি।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version