Tuesday, November 11, 2025

পৃথক রাজ্য-সহ একাধিক দাবিতে বিক্ষো.ভ আকসুর! ময়নাগুড়িতে আটকে বন্দে ভারত এক্সপ্রেস

Date:

আলাদা রাজ্য, কামতাপুর (Kamtapur) ভাষার স্বীকৃতি এবং জীবন সিংয়ের সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড (KPP United) এবং ছাত্র সংগঠন আকসুর (AKSU) ডাকে রেল রোকো কর্মসূচি। শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ, যা ১২ ঘণ্টা চলবে। এদিকে, সকাল সকাল ট্রেন বন্ধ করে বিক্ষোভ দেখানোয় ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে একাধিক একাধিক স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত (Vande Bharat)-সহ একাধিক ট্রেন। তবে এদিন দীর্ঘক্ষণ আটকে থাকার পর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনগুলি।

এদিন ময়নাগুড়ির বেদগারা স্টেশনের কাছে চলছে লাইন অবরোধ কর্মসূচি। দীর্ঘক্ষণ আটকে রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। এদিন দলীয় পতাকা হাতে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র-যুবরা। আকসুর সভাপতি কৌশিক বর্মণ বলেন, “কামতাপুর রাজ্যের পুর্নগঠন চাই। ইতিহাস ঘাঁটলে কামতাপুরের ইতিহাস জানা যাবে। আমাদের রাজ্য ফিরিয়ে দেওয়া হোক।”

এদিকে রেল সূত্রে খবর, এদিনের আন্দোলনের কারণেই থমকে আছে বহু ট্রেন। বৃহস্পতিবারই রেল রোকো কর্মসূচির কথা সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। তবে ময়নাগুড়ির ঠিক কোন জায়গাতে এই কর্মসূচি হবে তা আগে থেকে প্ল্যানমাফিক জানায়নি আন্দোলনকারীরা। এরপর শুক্রবার সকালে ময়নাগুড়ি বেদগারা স্টেশনের কাছে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা।

 

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version