ভরসন্ধেয় রিষড়ায় শুট আউট! পুরনো শত্রুতার জের, অনুমান পুলিশের

বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ গুলির শব্দে আতঙ্ক ছড়াল রিষড়ায় (Rishra)। গুলিবিদ্ধ এক যুবক। রিষড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড হেস্টিং মাঠের পিছনে সেগুন বাগান এলাকার যুবক দীপককে তিন থেকে চারজন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল বলে স্থানীয় সূত্রে খবর। আহতকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশের DC, ASP-সহ রিষড়া থানার পুলিশ (Police) আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, গুলিবিদ্ধ যুবক নিজেই একটি খুনের মামালায় অভিযুক্ত। পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।