Wednesday, November 12, 2025

রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও, গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

অবশেষে পুলিশের জালে রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও বানানো মূল অভিযুক্ত। এদিন দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে এই কুরুচিকর ভিডিও প্রস্তুতকারী অভিযুক্ত নীল ইমানি নবীন (২৩)। উনি অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা।

দু’মাস আগে অভিনেত্রী রশ্মিকা মন্দনার ডিপ ফেক ভিডিয়ো ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেখানে দেখা যায় ওনাকে একটি বাড়ির লিফটে উঠতে। কিন্তু পরে জানা যায় সেটা রশ্মিকা নন, প্রযুক্তির সাহায্য নিয়ে অন্য একজনের ভিডিওর উপর বসানো হয়েছে রশ্মিকার মুখ। এই ঘটনায় দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। ঘটনার তদন্তে নেমে এর আগে গ্রেফতার করা হয় ৪ জনকে। অবশেষে অবশেষে মূল অভিযুক্ত নবীনকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, অভিযুক্ত নবীন বি টেক পড়ছিলেন। গুগল থেকে করেছেন একটি ডিজিটাল মার্কেটিং-এর কোর্সও। সোশ্যাল মিডিয়ায় ওনার তিনটি ফ্যান পেজ আছে। তাদের মধ্যে একটি রশ্মিকা মন্দনার। কিন্তু তাতে বেশি ফলোয়ার না থাকায় এই ভিডিয়ো পোস্ট করেন উনি। অক্টোবরের ১৩ তারিখ মন্দানার এই ভিডিয়ো পোস্ট করার পর ওনার ফলোয়ারের সংখ্যা ৯০ হাজার থেকে বেড়ে ১ লাখেরও বেশি হয়ে যায়।

গত বছর ৬ নভেম্বর, রশ্মিকা মান্দান্নার একটি ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে সরব হন রশ্মিকা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার ডিপফেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, যা নিয়ে কথা বলতে গিয়ে আমি খুবই দুঃখিত। সত্যি কথা বলতে, AI শুধুমাত্র আমার জন্যই নয়, আমাদের প্রত্যেকের জন্য যারা এই প্রযুক্তির অপব্যবহারের কারণে বিপদে পড়েছি। তাদের জন্য এটা খুবই ভীতিকর।” এরপরই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিন্দায় সরব হন মেগাস্টার অমিতাভ বচ্চন। সরকারও ডিপফেকের বিরুদ্ধে কঠোর নির্দেশ জারি করে। সেই ঘটনায় চারজনকে আগেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version