Sunday, January 11, 2026

সীমান্ত পেরিয়ে দেশে ঢুকেছে মায়ানমার সেনা, কেন্দ্রকে ফেরানোর আর্জি মিজোরামের

Date:

Share post:

জুন্টা ও বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত প্রতিবেশী দেশ মায়ানমার। পরিস্থিতি এতটাই খারাপ যে প্রতিদ্বন্দ্বীদের আক্রমণে সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে ঢুকে পড়ে আশ্রয় নিয়েছে বহু সেনা জওয়ান। এই অবস্থায় বিদেশী সেনাদের ফের মায়ানমারে ফেরত পাঠাতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালো মিজোরাম সরকার।

জানা যাচ্ছে, ভারতের সীমান্তবর্তী এলাকায় সেনার যে সব ঘাঁটি বিদ্রোহীদের হামলায় তছনছ হয়ে গিয়েছে সেখান থেকেই এই জওয়ানরা ভারতে পালিয়ে এসেছেন। এই মুহূর্তে অসম রাইফেলসের ক্যাম্পেই প্রায় ৬০০ মায়ানমারের জওয়ান আশ্রয় নিয়েছে বলে খবর। পাশাপাশি আরও নানান জায়গায় ছড়িয়ে রয়েছেন মায়ানমারের সেনাবাহিনীর সদস্যরা। এই অনুপ্রবেশকারীদের দ্রুত মায়ানমারে ফেরত পাঠানোর আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে মিজোরাম সরকার। অনুরোধ করা হয়েছে যাতে কেন্দ্রীয় সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয়।

উল্লেখ্য, মায়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী— ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ)-র জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স’ নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সে দেশের সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। ওই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন ১০২৭’। বিদ্রোহীদের হামলার জেরে ইতিমধ্যেই সে দেশের অর্ধেক এলাকা সরকারি সেনার হাতছাড়া হয়েছে। উত্তর এবং উত্তর-পশ্চিম মায়ানমারের শান, চিন আর সাগিয়াং প্রদেশ রয়েছে এই তালিকায়। এ বার লড়াই জারি রয়েছে পশ্চিম মায়ানমারের রাখাইনে। যা ‘রোহিঙ্গাভূমি’ নামেও পরিচিত। বর্তমান গৃহযুদ্ধের জেরে মায়ানমারে লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন বলে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার তরফে জানানো হয়েছে। এক দশক আগে রোহিঙ্গা বিতাড়নের পর মায়ানমারের এই গৃহযুদ্ধ নতুন করে শরণার্থী সমস্যা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...