Thursday, August 21, 2025

রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে গেরুয়া শিবির যখন দেশ জুড়ে হিন্দুত্বের হাওয়া তোলার চেষ্টা করছে, সেই সময়েই কলকাতায় সমাবেশ করল এসইউসিআই।রবিবার ২১ জানুয়ারি কলকাতার শহিদ মিনার ময়দানে এসইউসি-র সমাবেশ হল লেনিনের মৃত্যু শতবর্ষের সমাপ্তি উপলক্ষে। সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, অসিত ভট্টাচার্য, রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, কেরলের রাজ্য সম্পাদক জয়সন জোসেফ প্রমুখ।
রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে জিনিসপত্রের দাম অস্বাভাবিক, কর্মসংস্থানের অবস্থা শোচনীয়। রাম মন্দিরের নামে হিন্দু ধর্মীয় ভাবাবেগ ভিত্তিক উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করা হচ্ছে ফ্যাসিবাদী কায়দায়। তাঁদের আরও অভিযোগ, এই রাজ্যে একাধিক নানা দুর্নীতি সামনে এসেছে।

সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করার কথা বলে কংগ্রেস। ভোটের স্বার্থে ‘নরম হিন্দুত্বে’র নামে বাস্তবে বিজেপির রাজনীতিকেই সাহায্য করছে।এই পরিস্থিতিতে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, সংগ্রামী বামপন্থার নেতৃত্বে শক্তিশালী গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।
মূলত এই বার্তা দিতেই লেনিনের প্রয়াণ দিবসে তাঁদের সমাবেশ বলে এসইউসি নেতৃত্বের বক্তব্য।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version