Saturday, August 23, 2025

সীতার দেশে উৎসবের আমেজ, রামমন্দির উদ্বোধনের আগেই জনকপুরে শুরু পুজো!

Date:

রামমন্দির উদ্বোধনের আগেই জমজমাট অযোধ্যা (Ram Mandir Inauguration)। রবিবার সকাল থেকেই অতিথি সমাগমে চূড়ান্ত ব্যস্ততা মন্দির নগরী জুড়ে। তবে পিছিয়ে নেই সিস্টার সিটিও। ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের আগেভাগে উৎসবের আমেজ সীতার দেশ নেপালের জনকপুরে (Janakpur, Nepal)। বিশেষভাবে প্রদীপ এবং রঙিন আলোয় সাজানো হয়েছে জানকী মন্দির (Janaki Temple)। সেখানে রীতি মেনে আরতি যজ্ঞ, সকাল থেকেই চলছে সীতা- বন্দনা।

রাম জন্মভূমি ট্রাস্ট সূত্রে খবর অযোধ্যায় যে শিশু রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে সেটি তৈরি হয়েছে নেপাল থেকে আসা কষ্টি পাথর দিয়ে। আগেই রামের শ্বশুরবাড়ির তরফে পাঠানো হয়েছে অলঙ্কার, জামাকাপড়, মিষ্টি ও বাসনপত্র। ১৮ জানুয়ারি যাবতীয় উপহার নিয়ে জনকপুর থেকে জানকী মন্দিরের প্রতিনিধিরা রওনা দেন। জনকপুরধাম থেকে জলেশ্বরনাথ, মালংওয়া, সিমরৌংগড়, গাধিমাই, বীরগঞ্জ, বেটিয়া, কুশিনগর, সিদ্ধার্থনগর, গোরখপুর হয়ে গতকাল উত্তরপ্রদেশের অযোধ্যায় মহাযাত্রা শেষ হয়েছে। ইতিমধ্যেই শ্রীরাম জন্মভূমি রামমন্দির ট্রাস্টের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন প্রতিনিধিরা। জনকপুরী মন্দিরের প্রধান মহান্ত, ছোটে মহান্ত ২২ জানুয়ারি অযোধ্যায় আমন্ত্রিত।

জনকপুরধামের রামভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের জন্য। অযোধ্যার মতোই ফুল, আলো, রঙ্গোলিতে সেজে উঠছে জনকপুর (Janakpur)। আজ সকাল থেকেই চলছে পুজো- আরতি। রাম মন্দিরের মতোই জানকী মন্দিরেও আগামিকাল ভোর থেকে চলবে অনুষ্ঠান।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version