Sunday, November 16, 2025

চলছে রঞ্জিট্রফি। আর এই প্রতিযোগিতা খেলতে নেমে অনন্য নজির গড়েন ভারতীয় তারকে ক্রিকেটার চেতেশ্বর পুজারা। রঞ্জিট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে দুই ইনিংসে ৪৩ এবং ৬৬ রান করেন তিনি। আর রান করার সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন অভিজ্ঞ ব্যাটার। সৌরাষ্ট্র বনাম বিদর্ভের রঞ্জিট্রফির ম্যাচে এই নজির গড়েছেন তিনি । রঞ্জিট্রফিতে ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন পুজারা। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পুজারা। তাঁর ২০ হাজার রানের মধ্যে রয়েছে ১০৩টি টেস্টে ৭১৯৫ রানও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১টি শতরান এবং ৭৭টি অর্ধশতরান রয়েছে অভিজ্ঞ ব্যাটারের।

পুজারা ছাড়াও এই কৃতিত্ব রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির রয়েছে গাভাস্করের। তিনি ৩৪৮টি ম্যাচে করেছিলেন ২৫,৮৩৪ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন। তিনি ৩১০টি ম্যাচে করেছেন ২৫,৩৯৬ রান। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের কোচ। দ্রাবিড় ২৯৮টি ম্যাচে করেছেন ২৩,৭৯৪ রান। চতুর্থ পুজারা এখনও পর্যন্ত ২৬০টি ম্যাচ খেলে করেছেন ২০,০১৩ রান। এবারের রঞ্জিট্রফিতে ভাল ফর্মে রয়েছেন পুজারা। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলেছিলেন ২৪৩ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে দু’ইনিংসে করেন যথাক্রমে ৪৯ এবং ৪৩ রান।

আরও পড়ুন – সুপার কাপে লাল-হলুদের সামনে কঠিন প্রতিপক্ষ, ভাবতে নারাজ কুয়াদ্রাত

 

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version