রঞ্জিতে খেলতে নেমে অনন্য নজির পুজারার

পুজারা ছাড়াও এই কৃতিত্ব রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটারদের

চলছে রঞ্জিট্রফি। আর এই প্রতিযোগিতা খেলতে নেমে অনন্য নজির গড়েন ভারতীয় তারকে ক্রিকেটার চেতেশ্বর পুজারা। রঞ্জিট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে দুই ইনিংসে ৪৩ এবং ৬৬ রান করেন তিনি। আর রান করার সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন অভিজ্ঞ ব্যাটার। সৌরাষ্ট্র বনাম বিদর্ভের রঞ্জিট্রফির ম্যাচে এই নজির গড়েছেন তিনি । রঞ্জিট্রফিতে ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন পুজারা। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পুজারা। তাঁর ২০ হাজার রানের মধ্যে রয়েছে ১০৩টি টেস্টে ৭১৯৫ রানও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১টি শতরান এবং ৭৭টি অর্ধশতরান রয়েছে অভিজ্ঞ ব্যাটারের।

পুজারা ছাড়াও এই কৃতিত্ব রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির রয়েছে গাভাস্করের। তিনি ৩৪৮টি ম্যাচে করেছিলেন ২৫,৮৩৪ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন। তিনি ৩১০টি ম্যাচে করেছেন ২৫,৩৯৬ রান। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের কোচ। দ্রাবিড় ২৯৮টি ম্যাচে করেছেন ২৩,৭৯৪ রান। চতুর্থ পুজারা এখনও পর্যন্ত ২৬০টি ম্যাচ খেলে করেছেন ২০,০১৩ রান। এবারের রঞ্জিট্রফিতে ভাল ফর্মে রয়েছেন পুজারা। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলেছিলেন ২৪৩ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে দু’ইনিংসে করেন যথাক্রমে ৪৯ এবং ৪৩ রান।

আরও পড়ুন – সুপার কাপে লাল-হলুদের সামনে কঠিন প্রতিপক্ষ, ভাবতে নারাজ কুয়াদ্রাত