Tuesday, November 18, 2025

চলছে রঞ্জিট্রফি। আর এই প্রতিযোগিতা খেলতে নেমে অনন্য নজির গড়েন ভারতীয় তারকে ক্রিকেটার চেতেশ্বর পুজারা। রঞ্জিট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে দুই ইনিংসে ৪৩ এবং ৬৬ রান করেন তিনি। আর রান করার সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন অভিজ্ঞ ব্যাটার। সৌরাষ্ট্র বনাম বিদর্ভের রঞ্জিট্রফির ম্যাচে এই নজির গড়েছেন তিনি । রঞ্জিট্রফিতে ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন পুজারা। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পুজারা। তাঁর ২০ হাজার রানের মধ্যে রয়েছে ১০৩টি টেস্টে ৭১৯৫ রানও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১টি শতরান এবং ৭৭টি অর্ধশতরান রয়েছে অভিজ্ঞ ব্যাটারের।

পুজারা ছাড়াও এই কৃতিত্ব রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির রয়েছে গাভাস্করের। তিনি ৩৪৮টি ম্যাচে করেছিলেন ২৫,৮৩৪ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন। তিনি ৩১০টি ম্যাচে করেছেন ২৫,৩৯৬ রান। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের কোচ। দ্রাবিড় ২৯৮টি ম্যাচে করেছেন ২৩,৭৯৪ রান। চতুর্থ পুজারা এখনও পর্যন্ত ২৬০টি ম্যাচ খেলে করেছেন ২০,০১৩ রান। এবারের রঞ্জিট্রফিতে ভাল ফর্মে রয়েছেন পুজারা। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলেছিলেন ২৪৩ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে দু’ইনিংসে করেন যথাক্রমে ৪৯ এবং ৪৩ রান।

আরও পড়ুন – সুপার কাপে লাল-হলুদের সামনে কঠিন প্রতিপক্ষ, ভাবতে নারাজ কুয়াদ্রাত

 

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version