Saturday, November 8, 2025

অসুস্থ বৃদ্ধাকে কোলে তুলে দৌড়, মহিলা পুলিশকর্মীকে কুর্নিশ সবমহলের

Date:

কে বলে পুলিশে ছুঁলে ৩৬! পুলিশে ছুঁলে যে প্রাণও বাঁচতে পারে তা-ই দেখালেন কনস্টেবল প্রিয়াঙ্কা সাহা সরকার। সত্যিই তিনি ছুটলেন। আর ছুটেই বাঁচালেন এক বৃদ্ধার প্রাণ।

রবিবার বিমানবন্দর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এমনিতেই গোটা দেশে নানান ধর্মীয় উৎসব নিয়ে সতর্ক রাজ্য পুলিশ। শহর লাগোয়া সব অনুষ্ঠান নিয়েই ছিল পুলিশের অতিরিক্ত সতর্কতা। পাশাপাশি ব্যস্ত এলাকা হওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এলাকায় মোতায়েন ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্মীরা। তাঁদেরই মধ্যে ছিলেন প্রিয়াঙ্কাও।

হঠাৎই সেই অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। অনুষ্ঠানের জায়গায় শুরু হয়ে যায় শোরগোল। তাঁরা পুলিশের সাহায্য চাওয়ার আগেই সেদিকে নজর পড়ে পুলিশের। নিকটবর্তী হাসপাতালের দূরত্ব প্রায় ২৫০ মিটার। সেই মুহূর্তে গাড়ি জোগাড় করে মহিলাকে নিয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে, একথা ভেবেই দ্রুত সিদ্ধান্ত নেন কনস্টেবল প্রিয়াঙ্কা সাহা সরকার। বৃদ্ধাকে কোলে তুলে নিয়েই রাস্তা ধরে ছুটতে শুরু করেন। দ্রুত বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্য সম্ভব হয় দ্রুত চিকিৎসা।

কনস্টেবলের এই তৎপরতায় বিধাননগর পুলিশকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ। পাশাপাশি মানবিকতার নজির রেখে পুলিশ কমিশনার গৌরব শর্মার হাত থেকে পুরস্কারও জেতেন তিনি। তাঁর এই উদ্যোগ অন্যান্য পুলিশকর্মীদের মধ্যে নতুন উৎসাহ দেবে বলে দাবি পুলিশকর্তাদের।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version