Thursday, August 28, 2025

রাতভর পার্টি, ভর্তি হতে হয়েছিলো হাসপাতালে, ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের :সূত্র

Date:

অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু ক্রল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। রাতভর পার্টি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, আর তারপরেই অ্যাম্বুলেন্সে চেপে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ম্যাক্সিকে। আর এই ঘটনা পরই ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এদিন এমনটাই প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে। গত সপ্তাহের ঘটনা হলেও প্রকাশ্যে এসেছে সোমবার।তবে ঠিক কী কারণে ম্যাক্সওয়েলকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তা জানা যায়নি। আর এই ঘটনাকে হালকা ভাবে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়ার এক দৈনিকের খবর অনুযায়ী, অ্যাডিলেডের একটি কনসার্টে গিয়ে মদ্যপান করেছিলেন ম্যাক্সওয়েল।আর তারপরেই গভীর রাতে অ্যাম্বুল্যান্সে করে ম্যাক্সিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বেশ কিছু ক্ষণ চিকিৎসা চলেছিল। তবে রাতে তিনি হাসপাতালে থাকেননি। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্সওয়েলের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা বোর্ড জানে। আরও তথ্য অনুসন্ধান করা হচ্ছে। তবে একদিনের সিরিজে বাদ দেওয়ার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। বিবিএলের পারফরম্যান্সকে মাথায় রেখে এবং আগামী দিনের তারকা তুলে আনার কারণে রাখা হয়নি ম্যাক্সওয়েলকে। তবে মনে করা হচ্ছে টি-২০ সিরিজে ফিরতে পারেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন- বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই বিরাট

Related articles

বাংলায় SIR নয়, প্রয়োজনে দিল্লিতে আন্দোলন ছাত্র যুবদের: আতাউল হক

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP foundation day) ঐতিহাসিক ছাত্র সমাবেশে ছাত্রনেতা আতাউল হক বলেন, শুধু কলেজ গেটে...

কোনওদিন কোনও অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি: কেন্দ্রকে নিশানা জয়ার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে চলছে বিশেষ সমাবেশ। শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বক্তব্য...

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...
Exit mobile version