Saturday, August 23, 2025

সম্প্রীতির বার্তা দিতে শহরের রাজপথে মমতা, কোন পথে ‘সংহতি মিছিল’? জানুন বিস্তারিত!

Date:

সব ধর্মের মানুষদের নিয়ে একসঙ্গে থাকার বার্তা। আর সেই লক্ষ্যেই এবার শহরের রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে কলকাতায় সংহতি মিছিলের (Sanhati Rally) ডাক দিয়েছেন মমতা। একই ভাবে জেলায় জেলায় ও ব্লকে ব্লকে আয়োজন করা হবে সংহতি মিছিলের। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে নাগাদ প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সেখানে পুজো দিয়ে চলে আসবেন হাজরা মোড়ে। সেখান থেকেই মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা মোড় থেকে প্রথমে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত মিছিল যাবে। এরপর গড়চায় একটি গুরুদ্বারে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে সম্মান ও শ্রদ্ধা জানানোর পর ফের এগিয়ে যাবে মিছিল। এরপর বেকবাগান হয়ে পার্ক সার্কাস ময়দানে মিছিল শেষ হবে। এরইমাঝে একটি গির্জা ও একটি মসজিদেও যাবেন মুখ্যমন্ত্রী। তবে এদিন অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হলেও তৃণমূল সভানেত্রী সাফ জানিয়েছেন, কোনও কিছুর পাল্টা নয়। বাংলায় সম্প্রীতির বার্তা দিতেই এই কর্মসূচি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিনের সংহতি মিছিলে উপস্থিত থাকবেন একাধিক সাংসদ, বিধায়ক ও কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলররা। সোমবার কলকাতার পাশাপাশি একইসময়ে রাজ্যের বিভিন্ন ব্লক ও মহকুমায় মিছিল করবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মিছিলের মূল স্লোগান থাকবে, ‘ধর্ম যার যার উৎসব সবার’।

একনজরে কর্মসূচি

 

  • দুপুর ৩টে নাগাদ হাজরা পার্কে জমায়েত, সেখান থেকে ব়্যালি শুরু, নেতৃত্বে মমতা
  • ‘সংহতি ব়্যালি’তে থাকবেন সব ধর্মের প্রতিনিধিরা
  • বালিগঞ্জের গড়চা রোডের কাছে গুরুদ্বারে প্রার্থনা
  • সেখান থেকে মিছিল যাবে পার্কসার্কাস
  • লেডি ব্র্যাবোর্ন কলেজের কাছে ক্যাথলিক গির্জায় প্রার্থনা
  • সেখান থেকে পার্কসার্কাস মোড়ে মসজিদে প্রার্থনা
  • পার্কসার্কাস মোড়ে সভা
  • মঞ্চে থাকবেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব
  • সভা মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেবেন মমতা
  • বিকেল তিনটে থেকে সব জেলায়, সব ব্লকে সংহতি মিছিল

সপ্তাহের প্রথম দিন যান চলাচল ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাড়ে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। দিনভর ঠাসা কর্মসূচিতে মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা সাময়িক ভাবে বন্ধ রাখা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। পরিস্থিতি অনুযায়ী, বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।

 

 

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version