Thursday, August 21, 2025

এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ ভারতের, সিরিয়ার কাছে ১-০ গোলে হার সুনীলদের

Date:

এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ করলো ভারত। এদিন এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে নেমেছিলো ইগর স্টিম্যাচের দল। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিলো সিরিয়া। সিরিয়ার কাছে ১-০ গোলে হারলো সুনীল ছেত্রীরা। এই হারের ফলে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিতে হলো ব্লুজদের। এশিয়ান কাপে ম্যাচে ভারতের প্রাপ্তি শূন্য পয়েন্ট। কারণ তিনটে ম্যাচের মধ্যে তিনটেতেই হারের মুখ দেখে স্টিম্যাচের দল।

ম্যাচে হারলেও শুরুটা খারাপ করেনি ভারতীয় দল। ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। প্রথমার্ধে কেউ গোলের দরজা খুলতে পারেনি। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ছিলা গোলশূন্য। তবে ম্যাচের ১৯ মিনিটে নিশ্চিত গোল বাঁচান গুরপ্রীত। আপুইয়া নিজের জায়গা হারান, হাম লং রেঞ্জের শট নেন, নিশ্চিত গোল বাঁচান ভারতের গোলরক্ষক। পালটা আক্রমণে ঝাঁপায় টিম ইন্ডিয়া। ম্যাচের ২৪ মিনিটে অল্পের জন্য মিস করেন ভারত অধিনায়ক। সিরিয়ার বক্সে পৌঁছে গিয়েছিলেন সুনীল। ভাসানো বল তাঁর কাছে এসেছিল তবে তিনি হেডটি মিস করেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝাঁঝ বাড়ায় সিরিয়া। একের পর এক আক্রমণ চালায় তারা। যার ফলে ম্যাচের ৭৬ মিনিটে গোল পায় তারা। খরবিনের গোলে ১-০ এগিয়ে যায় সিরিয়া। বক্সের বাদিক থেকে পাওয়া বলটিকে পাওয়ার পরে, ভারতীয় সেন্টার ফরোয়ার্ড ভেকেকে পরাজিত করেন এবং ডান পায়ের শট নেন।এর পর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি টিম ইন্ডিয়া। যার ফলে ১-০ গোলে হারে স্টিম্যাচের দল। প্রতিযোগিতার পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে সিরিয়ার বিরুদ্ধে জিততেই হত ভারতকে। তাই প্রথম দু’ম্যাচের মতো দলকে এদিন রক্ষণাত্মক ফুটবল খেলাননি কোচ ইগর। তাঁর পরিকল্পনা ছিল ঘর সামলে আক্রমণে যাওয়া। প্রতিআক্রমণ মূলক ফুটবলের কৌশল নিয়ে দল নামিয়ে ছিলেন। কিন্তু সিরিয়ার বিরুদ্ধেও তাঁর পরিকল্পনা কাজে এল না। কাজে এল না সুনীলদের কোনও প্রচেষ্টা।

আরও পড়ুন- সুপার কাপে সেমিফাইনালে নামার আগে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ কুয়াদ্রাতের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version