Monday, May 5, 2025

এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ ভারতের, সিরিয়ার কাছে ১-০ গোলে হার সুনীলদের

Date:

এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ করলো ভারত। এদিন এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে নেমেছিলো ইগর স্টিম্যাচের দল। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিলো সিরিয়া। সিরিয়ার কাছে ১-০ গোলে হারলো সুনীল ছেত্রীরা। এই হারের ফলে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিতে হলো ব্লুজদের। এশিয়ান কাপে ম্যাচে ভারতের প্রাপ্তি শূন্য পয়েন্ট। কারণ তিনটে ম্যাচের মধ্যে তিনটেতেই হারের মুখ দেখে স্টিম্যাচের দল।

ম্যাচে হারলেও শুরুটা খারাপ করেনি ভারতীয় দল। ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। প্রথমার্ধে কেউ গোলের দরজা খুলতে পারেনি। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ছিলা গোলশূন্য। তবে ম্যাচের ১৯ মিনিটে নিশ্চিত গোল বাঁচান গুরপ্রীত। আপুইয়া নিজের জায়গা হারান, হাম লং রেঞ্জের শট নেন, নিশ্চিত গোল বাঁচান ভারতের গোলরক্ষক। পালটা আক্রমণে ঝাঁপায় টিম ইন্ডিয়া। ম্যাচের ২৪ মিনিটে অল্পের জন্য মিস করেন ভারত অধিনায়ক। সিরিয়ার বক্সে পৌঁছে গিয়েছিলেন সুনীল। ভাসানো বল তাঁর কাছে এসেছিল তবে তিনি হেডটি মিস করেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝাঁঝ বাড়ায় সিরিয়া। একের পর এক আক্রমণ চালায় তারা। যার ফলে ম্যাচের ৭৬ মিনিটে গোল পায় তারা। খরবিনের গোলে ১-০ এগিয়ে যায় সিরিয়া। বক্সের বাদিক থেকে পাওয়া বলটিকে পাওয়ার পরে, ভারতীয় সেন্টার ফরোয়ার্ড ভেকেকে পরাজিত করেন এবং ডান পায়ের শট নেন।এর পর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি টিম ইন্ডিয়া। যার ফলে ১-০ গোলে হারে স্টিম্যাচের দল। প্রতিযোগিতার পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে সিরিয়ার বিরুদ্ধে জিততেই হত ভারতকে। তাই প্রথম দু’ম্যাচের মতো দলকে এদিন রক্ষণাত্মক ফুটবল খেলাননি কোচ ইগর। তাঁর পরিকল্পনা ছিল ঘর সামলে আক্রমণে যাওয়া। প্রতিআক্রমণ মূলক ফুটবলের কৌশল নিয়ে দল নামিয়ে ছিলেন। কিন্তু সিরিয়ার বিরুদ্ধেও তাঁর পরিকল্পনা কাজে এল না। কাজে এল না সুনীলদের কোনও প্রচেষ্টা।

আরও পড়ুন- সুপার কাপে সেমিফাইনালে নামার আগে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ কুয়াদ্রাতের

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version