Thursday, November 6, 2025

এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ ভারতের, সিরিয়ার কাছে ১-০ গোলে হার সুনীলদের

Date:

এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ করলো ভারত। এদিন এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে নেমেছিলো ইগর স্টিম্যাচের দল। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিলো সিরিয়া। সিরিয়ার কাছে ১-০ গোলে হারলো সুনীল ছেত্রীরা। এই হারের ফলে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিতে হলো ব্লুজদের। এশিয়ান কাপে ম্যাচে ভারতের প্রাপ্তি শূন্য পয়েন্ট। কারণ তিনটে ম্যাচের মধ্যে তিনটেতেই হারের মুখ দেখে স্টিম্যাচের দল।

ম্যাচে হারলেও শুরুটা খারাপ করেনি ভারতীয় দল। ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। প্রথমার্ধে কেউ গোলের দরজা খুলতে পারেনি। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ছিলা গোলশূন্য। তবে ম্যাচের ১৯ মিনিটে নিশ্চিত গোল বাঁচান গুরপ্রীত। আপুইয়া নিজের জায়গা হারান, হাম লং রেঞ্জের শট নেন, নিশ্চিত গোল বাঁচান ভারতের গোলরক্ষক। পালটা আক্রমণে ঝাঁপায় টিম ইন্ডিয়া। ম্যাচের ২৪ মিনিটে অল্পের জন্য মিস করেন ভারত অধিনায়ক। সিরিয়ার বক্সে পৌঁছে গিয়েছিলেন সুনীল। ভাসানো বল তাঁর কাছে এসেছিল তবে তিনি হেডটি মিস করেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝাঁঝ বাড়ায় সিরিয়া। একের পর এক আক্রমণ চালায় তারা। যার ফলে ম্যাচের ৭৬ মিনিটে গোল পায় তারা। খরবিনের গোলে ১-০ এগিয়ে যায় সিরিয়া। বক্সের বাদিক থেকে পাওয়া বলটিকে পাওয়ার পরে, ভারতীয় সেন্টার ফরোয়ার্ড ভেকেকে পরাজিত করেন এবং ডান পায়ের শট নেন।এর পর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি টিম ইন্ডিয়া। যার ফলে ১-০ গোলে হারে স্টিম্যাচের দল। প্রতিযোগিতার পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে সিরিয়ার বিরুদ্ধে জিততেই হত ভারতকে। তাই প্রথম দু’ম্যাচের মতো দলকে এদিন রক্ষণাত্মক ফুটবল খেলাননি কোচ ইগর। তাঁর পরিকল্পনা ছিল ঘর সামলে আক্রমণে যাওয়া। প্রতিআক্রমণ মূলক ফুটবলের কৌশল নিয়ে দল নামিয়ে ছিলেন। কিন্তু সিরিয়ার বিরুদ্ধেও তাঁর পরিকল্পনা কাজে এল না। কাজে এল না সুনীলদের কোনও প্রচেষ্টা।

আরও পড়ুন- সুপার কাপে সেমিফাইনালে নামার আগে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ কুয়াদ্রাতের

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version