Tuesday, December 2, 2025

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করেনি কেন্দ্র, লজ্জা! তীব্র কটাক্ষ মমতার, ফাইল নিয়েও তোপ

Date:

Share post:

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করেনি কেন্দ্র। এই বিষয় নিয়ে মঙ্গলবার, নেতাজির জন্মবার্ষিকীতে রেড রোডের (Red Road) অনুষ্ঠান থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “আর আমরা বিশ বছর ধরে চেষ্টা করেও একটা জাতীয় ছুটির দিবস হিসাবে ঘোষণা করতে পারিনি। আমি লজ্জিত। এদেশে পলিটিকাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় তাঁরা বসে বসে কাঁদে।“ একই সঙ্গ নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রকে দুষলেন মমতা।

১২৭ তম জন্মবার্ষিকীতে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী আক্ষেপ করেন, নেতাজি কোথায় তা জানা গেল না! তাঁর কথায়, ”কোথায় হারিয়ে গেলেন নেতাজি? কোন অন্ধকারে? কীভাবে যে হারিয়ে গেলেন, এখনও জানা নেই। তাঁর মৃত্যুদিনও আমরা জানতে পারলাম না। আমাদের কী দুর্ভাগ্য যে মানুষটা দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় হারিয়ে গেলেন। আজ পর্যন্ত জানতে পারলাম না। চির অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে। আমাদের কাছে তাঁর তথ্য সম্বলিত যা ফাইল ছিল, সেই ৬৪ ফাইল আমরা প্রকাশ করে দিয়েছি। কিন্তু কেন্দ্র ফাইল বের করেনি। বিজেপি নেতাজিকে ভুলে গিয়েছে।”


মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রাজ্যের হাতে থাকা অন্তর্ধান সংক্রান্ত ফাইল নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর আগে প্রকাশ করেছিল রাজ্য সরকার। কেন্দ্রেরও সেই কাজ করার কথা ছিল। কিন্তু কেন্দ্রের কাছে থাকা কোনও ফাইল প্রকাশিত হয়নি। মুখ্যমন্ত্রীর বলেন, ”আমরা নেতাজির মৃত্যুদিনটাও জানতে পারলাম না। ওরা বলেছিল, ছাই নিয়ে যেতে। আমি বলেছি, ছাই নেব না, আমাদের জীবন্ত নেতাজি চাই।” মোদি সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ”এই BJP সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল, আমরা এর রহস্য উদ্ঘাটন করব। তারপর সব হয়ে যায়, নেতাজিকে ভুলে যায়। নেতাজি পোর্ট আর ডকের নাম ছিল। সেটাও তুলে দিয়েছে।”

কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, ”এদেশে রাজনৈতিক প্রচারের জন্য ছুটি পাওয়া যায় কিন্তু নেতাজির জন্মদিন আজও জাতীয় দিবস হল না।” মুখ্যমন্ত্রীর কথায়, ২০ বছর ধরে চেষ্টা করেও তিনি নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করাতে পারেননি।

spot_img

Related articles

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...

পূর্ণ গতিতে নির্মাণ শুরু হচ্ছে নিউ টাউনের দুর্গা অঙ্গনের, জানালেন মুখ্যমন্ত্রী

নিউ টাউনের বহুল প্রতীক্ষিত দুর্গা অঙ্গনের নির্মাণ এবার পূর্ণ গতিতে শুরু হতে চলেছে। নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী...