Monday, November 17, 2025

বাংলার বকেয়া নিয়ে আজ রাজ্যের সঙ্গে বৈঠকে কেন্দ্র!

Date:

Share post:

রাজনীতির মঞ্চে লড়াই করতে না পেরে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র (BJP Government)। বিষয়টা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শাসক দল তৃণমূল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ এই নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আন্দোলনের জেরে কার্যত চাপে পড়ে ব্যর্থ হয়েই এই পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র, বলেই অনুমান রাজনৈতিক মহলের একাংশের।

আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতেই বহু প্রতীক্ষিত কেন্দ্র-রাজ্য বৈঠক হতে চলেছে। বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে এই বৈঠক হবে বলে খবর। রাজ্যের ন্যায্য পাওনা নিয়ে রাজধানীর বুকে আন্দোলনের তীব্রতা বাড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি (Narendra Modi) আশ্বাস দিয়েছিলেন বিষয়টি নিয়ে কেন্দ্র রাজ্য আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে চাপে পড়ে আলোচনায় বসতে বাধ্য হলেও লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে কোনমতেই বাংলার টাকা ছাড়বে না বিজেপি সরকার। কার্যত বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছেন মোদি- শাহরা। একুশের নির্বাচনের পর থেকে যেভাবে প্রত্যেক মুহূর্তে বাংলায় পরাজয়ের মুখ দেখছে গেরুয়া শিবির তাতে বদলার রাজনীতি চরিতার্থ করতেই এভাবে বাংলার মানুষের টাকা আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা, এমনটাই অভিযোগ তৃণমূলের (TMC)। কেন্দ্রের তরফে এই মঙ্গলবারের বৈঠক নিছকই লোকদেখানো হতে চলেছে বলেই মত শাসক শিবিরের।


spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...