মঙ্গলের সকালেই শীতলতম কলকাতা! পারদ নামলো ১১-এর ঘরে

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই জাঁকিয়ে শীত পড়ল কলকাতায় (Kolkata) । রাজ্যে উত্তুরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে শুরু করায় পারদ হু হু করে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আজ মরশুমের শীতলতম দিন পেল মহানগরী। কলকাতায় আজ ১১ ডিগ্রির ঘরে নামলো তাপমাত্রা, দমদমে ১০ ডিগ্রিতে জমিয়ে শীত উপভোগ করছেন সাধারণ মানুষ।

মঙ্গলের ভোর থেকেই হাড় কাঁপানো শীত টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। বলাই যায়, এবারের মাঘে হাত খুলে ব্যাট করছে শীত। চলতি সপ্তাহে জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল থেকেই ঠান্ডার আমেজের সঙ্গে বৃষ্টি জুড়তে পারে বলে মনে করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। মালদা, কোচবিহার, দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে বেশি। অন্যদিকে আজ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায়। বাকি জেলায় কুয়াশার যথেষ্ট প্রভাব থাকবে।