Tuesday, December 2, 2025

তুচ্ছ ‘অজুহাতে’ পুলিশি বাধা, রাহুলের ন্যায় যাত্রা ঘিরে উত্তপ্ত গুয়াহাটি

Date:

Share post:

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবারও উত্তপ্ত হয়ে উঠল অসম। এদিন কংগ্রেসের ৫ হাজার কর্মী সমর্থক গুয়াহাটিতে প্রবেশ করলে পুলিশি বাধার মুখোমুখি হন। এরপরই পরিস্থিতি চরম আকার ধারন করে। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশ ও কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

নাগাল্যান্ড হয়ে গত ১৮ জানুয়ারি অসমে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। তবে বিজেপি শাসিত রাজ্যে পা রাখতেই পুলিশি বাধার সম্মুখিন হয় মিছিল। সোমবার এক মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় রাহুলকে। বটদ্রব সত্র মন্দিরে ঢুকতে গেলে কর্তৃপক্ষ তাঁকে বাধা দেন। আর তার পরই নওগাঁওতে অবস্থানে বসেন কংগ্রেস নেতা। এরপর মঙ্গলবার গুয়াহাটিতেও পুলিশের বাধার মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে। এই র‌্যালি গুয়াহাটিতে ঢুকতে পারে তেমনই খবর ছিল রাজ্য প্রশাসনের কাছে। তাই আগেভাগেই গুয়াহাটির গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলি নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। সোমবার সকালে পাঁচ হাজারেরও বেশি কর্মি-সমর্থক নিয়ে যখন সেই র‌্যালি গুয়াহাটিতে ঢোকার চেষ্টা করে, তখনই সেটিকে আটকে দেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানীর ভিতরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে এই মিছিলকে অনুমতি দেওয়া যাবে না। পুলিশের পরামর্শ, ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে নমনি অসমের দিকে এই র‌্যালি নিয়ে যাওয়ার। তবে রাজধানির মধ্য থেকেই মিছিল নিয়ে যেতে অনড় রাহুল। কংগ্রেসের অভিযোগ, অত্যন্ত তুচ্ছ কারণ দেখিয়ে গুয়াহাটি ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

spot_img

Related articles

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা...

‘বাংলাদেশি’ দাগিয়ে বাংলায় ফেরৎ! ওড়িশা পুলিশকে আদালতের দরজা দেখিয়ে হুঁশিয়ার মহুয়ার

আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয়...

জটিলতার স্থায়ী সমাধান চাই, ফেডারেশনকে চিঠি পাঠালেন আনোয়ার স্বয়ং

আনোয়ার আলি(Anwar Ali) ইস্যুতে ফের সরগরম ময়দান। বিগত দুই মরশুম ধরেই আনোয়ার আলিকে নিয়ে অনেক জটিলতা চলছে। লাল...