Wednesday, May 7, 2025

আগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল , জামশেদপুর ম্যাচ নিয়ে কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

আগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সেমিফাইনালে জয়ই লক্ষ্য লাল-হলুদের। শেষ ম্যাচে ডার্বিতে দূরন্ত জয় পেয়েছিল কার্লোস কুয়াদ্রাতের দল। তবে এখন ডার্বি জয় অতীত। লাল-হলুদ শিবিরের যাবতীয় ফোকাস এখন জামশেদপুর ম্যাচে। তবে সুপার কাপ সেমিফাইনালের আগে কুয়াদ্রাতের চিন্তা বাডি়য়ে দিয়েছেন বোরহা হেরেরা। জোড়া হলুদ কার্ডের কারণে জামশেদপুর ম্যাচে স্প্যানিশ মিডফিল্ডারকে পাচ্ছে নাআগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সেমিফাইনালে জয়ই লক্ষ্য লাল-হলুদের। ইস্টবেঙ্গল। বোরহার জায়গায় কাকে খেলাবেন, সেটাই এখন কুয়াদ্রাতের মাথাব্যথার কারণ।

লাল-হলুদের মাঝমাঠের অন্যতম স্তম্ভ বোরহা। ডার্বিতে দলের শেষ দু’টি গোলের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিকল্প বলতে কুয়াদ্রাতের হাতে রয়েছেন বিষ্ণু। তবে কুয়াদ্রাতকে ভরসা দিচ্ছে ক্লেটন সিলভার ফর্ম। লাল-হলুদের ব্রাজিলীয় স্ট্রাইকার ডার্বিতে জোড়া গোল করে আত্মবিশ্বাসে ফুটছেন। বুধবারের ম্যাচেও গোলের জন্য ক্লেটনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দল। আইএসএলে হতাশ করলেও, সুপার কাপে দারুণ ছন্দে রয়েছে জামশেদপুর। নতুন কোচ খালিদ জামিল দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন দলকে। দুর্দান্ত ফর্মে রয়েছেন জামশেদপুরের নাইজেরিয়ান স্ট্রাইকার চিমাচুকু। যিনি আবার লাল-হলুদের প্রাক্তনী। তবে যেভাবেই হোক বুধবারের ম্যাচটা জিততে চাইছে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন লাল-হলুদ জাঁবুতে কোনও ট্রফি আসেনি। সেই খরা মেটানোর প্রথম ধাপ জামশেদপুর ম্যাচ। কুয়াদ্রাত বলছেন, ‘‘ট্রফি নিয়ে ভাবছি না। এখন মাথায় শুধুই জামশেদপুর ম্যাচ। এই ধাপটা আগে টপকাতে হবে। দলের খেলায় আমি খুশি। তবে কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে।”

এদিকে দলের প্যারফরম্যান্স নিয়ে কুয়াদ্রাত বলেন, “ ধারাবাহিকতা ধরে রাখা খুব দরকার। ইস্টবেঙ্গলে এটা ছিল না। হয়তো মুম্বই বা বেঙ্গালুরুর মতো দলকে হারিয়েছে। কিন্তু সব মিলিয়ে রেকর্ড মোটেই ভাল ছিল না। রক্ষণ দুর্বল ছিল। একটা পরিকল্পনা ধরে এগোলে আগে রক্ষণ শক্তিশালী করতে হয়। ফুটবলারদের এটা বোঝানোর দরকার ছিল যে উন্নতি করতে গেলে আগে রক্ষণ শক্তিশালী করতে হয়। আমি খুশি যে অনেকগুলো ক্লিন শিট রাখতে পেরেছি। ধারাবাহিকতা দেখাতে পেরেছি।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...
Exit mobile version