সদ্য ফের বিয়ে করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। এর পরই বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। শোয়েবের এই বিয়ে মানতে পারছেন না কেউ। শোয়েব মালিক-সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সানিয়ার পরিবার। আর এরমধ্যে ফের একবার ভাইরাল শোয়েব মালিকের পুড়োনো সাক্ষাৎকার। যেখানে বলিউড বাদশা শাহরুখ খানের একটি প্রশ্ন, যা আবার তৈরি করেছে বির্তক।

সানিয়া এবং শোয়েব মালিককে প্রশ্ন করেছিলেন শাহরুখ খান। বলিউড তারকার প্রশ্ন ছিল, কেন তাঁরা বিয়ে করেছিলেন? পুরনো একটি ভিডিও হঠাৎ করেই আবার প্রচারে। সেখানে শাহরুখের করা প্রশ্নের উত্তরে শোয়েবের উত্তর যদিও পছন্দ হয়নি ভক্তদের। যে ভিডিও ভাইরাল হওয়েছে, সেখানে দেখা যাচ্ছে, শোয়েব-সানিয়ার বিয়ের পর শাহরুখ এক অনুষ্ঠানে সানিয়া এবং শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন, “কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?” এই প্রশ্নের উত্তরে সানিয়া হাসতে হাসতে বলেন, “শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না।” এর পর শাহরুখকে সানিয়া বলেন, “আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।” একই প্রশ্ন শোয়েবকেও করেন শাহরুখ। পাক ক্রিকেটার উত্তর বলেন, “কোনও কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।” আর সেই ভিডিও ফের একবার ভাইরাল। যা নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। অনেককেই ওই ভিডিওর নীচে লিখতে দেখা যায়, “সানিয়ার জন্য খারাপ লাগছে।” অনেকে লেখেন, “লাজুক হলেও তিনটে বিয়ে করে নিয়েছে ঠিক।”
View this post on Instagram
আরও পড়ুন- আগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল , জামশেদপুর ম্যাচ নিয়ে কী বললেন লাল-হলুদ কোচ?
