Wednesday, May 7, 2025

আমেরিকার প্রেসিডেন্ট (America President) হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন তিনি। আর এমন খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে কী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৪ সালেও? অন্যদিকে এই আসনে কোনও প্রচার ছাড়াই জয়লাভ করেছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনও (Joe Biden)। আর দুজনেই জয়ের ফলে প্রেসিডেন্ট পদে দড়ি টানাটানি খেলায় দুজনের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে।

৫২.৩ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৪৬.৬ শতাংশ ভোট। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পরই বেজায় চটেছেন হ্য়ালি। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমার লড়াই জারি থাকবে। এই দৌড় এখনও শেষ হয়নি। গন্তব্যের এখনও অনেক পথ বাকি রয়েছে। অন্যদিকে, মার্কিন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও নিউ হ্যাম্পশায়ার ডেমোক্রাটিক প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন। এই আসনে “রাইট-ইন’ প্রার্থী ছিলেন বাইডেন। তিনি প্রচারেও আসেননি, ব্যালটে ভোটও দেননি। তবে ডেমোক্রাট পার্টির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ সামনে এসেছে।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই দিকে দিকে জমে উঠছে খেলা। রিপাবলিকান দলের মধ্যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি আইওয়া প্রদেশের রিপাবলিকান পার্টির প্রাথমিক নির্বাচনেও প্রতিপক্ষকে হারিয়ে বিপুল জয় পেয়েছেন ট্রাম্প। তবে তাঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ থাকায় একের পর এক নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি অংশ নিতে পারেন কী না সেদিকে কড়া নজর থাকবে।

 

 

 

Related articles

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায়...
Exit mobile version