Thursday, August 21, 2025

হাওয়া অফিসের (Weather Department)পূর্বাভাস আগেই ছিল, সেইমতোই বুধের সকাল থেকেই অকাল বৃষ্টিতে ভিজলো দক্ষিণবঙ্গ (South bengal weather)। দুপুর গড়াতেই মেঘলা আকাশ বদলে গেল বৃষ্টিস্নাত আবহাওয়ায়। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টিতে যানজট বাড়ল কলকাতায় (Rain in Kolkata)। অনেকে আবার সোয়েটার-চাদর সামলে কী ভাবে বৃষ্টি থেকে মাথা বাঁচাবেন তাই বুঝে উঠতে পারলেন না। কেউ কেউ আবার আগে থেকেই ছাতা নিয়ে বেরনোয় খুব একটা সমস্যায় পড়লেন না। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় সারাদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে।

শীতের দাপটে বৃষ্টির সারপ্রাইজ দ্রুত পারদ পতন ঘটাবে বলেই মত আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। সকালে চরম ঠান্ডা হাওয়া আর পাল্লা দিয়ে ঘন কুয়াশা। বেলা বাড়তেই বৃষ্টিতে আরও জবুথবু দক্ষিণবঙ্গ। রাতে ঠাণ্ডা আরও বাড়বে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা মঙ্গলবারের চেয়ে দুই ডিগ্রি বেশি। তবে আজ সারাদিনই আকাশ মেঘলা ছিল, সেক্ষেত্রে মেঘ কাটলেই তাপমাত্রার পারদ আবার নামতে শুরু করবে। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে থেকে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ছে। সেই কারণে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে।


Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version