Saturday, August 23, 2025

শাহজাহানের খোঁজে তৎপরতা তুঙ্গে! সাতসকালে সন্দেশখালিতে ইডি, চলছে জোর তল্লাশি

Date:

মাঝে কেটে গিয়েছে ১৮ দিন। বুধবার সাতসকালে সদলবলে শাহজাহান শেখের (Sahjahan Seikh) বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। সূত্রের খবর, ইডির (Enforcement Directorate) সঙ্গে এদিন প্রায় ১২৫ জওয়ান ঘটনাস্থলে রয়েছে। সঙ্গে আনা হয়েছে তালার চাবি ভাঙার লোকও। এদিন সকালে শাহজাহানের সন্দেশখালির (Sandeskhali) বাড়িতে গিয়ে তালা বন্ধ দেখেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তারপরই ডুপ্লিকেট চাবি বানিয়ে ওই তালা খোলার চেষ্টা শুরু হলেও সময়ের কারণে তা বানচাল হয়ে যায়। এরপরই ইডি অফিসারের নির্দেশে এদিন সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ তালা ভেঙে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে শাহজাহানের বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই মুহূর্তে বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ইতিমধ্যে একাধিক ঘরে জোর তল্লাশি চালানো হচ্ছে। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে খবর।

গত ৫ জানুয়ারি রেশন বন্টন মামলায় সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে আচমকা তল্লাশি চালাতে এলে জনরোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। মাথা ফেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইডির তিন আধিকারিক। ঘটনার পর থেকেই নিখোঁজ সন্দেশখালির শাহজাহান। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ইডির ৬ তদন্তকারী আধিকারিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়। রাজ্য পুলিশের দাবি মেনে স্থানীয় দু’জন নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী নিয়ে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকে জোর তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ভিডিওগ্রাফার-সহ মোট ১৩ জন তদন্তকারী আধিকারিক শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকেছেন।  ইতিমধ্যে, শাহজাহানের বাড়ির আলমারি ভাঙা হয়েছে। নথি হাতে পেতে চলছে জোর তল্লাশি।

এদিকে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার ওই মামলার শুনানি হতে পারে। তারই মাঝে এদিন সাত সকালে সন্দেশখালিতে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে এদিন সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে ঢোকা ইডির অফিসাররা বাইরে থেকে কিছু নিয়ে ভেতরে ঢুকছেন কি না, সেদিকে কড়া পর্যবেক্ষণ চালাতে দেখা গেল রাজ্য পুলিশকে। শাহজাহানের বাড়ির প্রধান যে লোহার গেট, সেই গেটের সামনেই বসে রয়েছেন রাজ্য পুলিশের এক আধিকারিক। ইডি অফিসাররা ভেতরে ঢোকার সময় রাজ্য পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে, বাইরে থেকে কী কী নিয়ে ভেতরে ঢুকছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এমনকী জুতো খুলে ইডি অফিসাররা যখন বাড়ির ভেতরে ঢুকছেন, তখন তাঁদের মোজাও বাইরে খুলে আসতে বলা হয়।

 

 

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version