Friday, August 22, 2025

সৃজন-প্রতীকউরের জমানা শেষ, মধ্যরাতে নতুন অভিভাবকদের পেল রাজ্য SFI

Date:

Share post:

মধ্যরাতে নেতৃত্ব বদল সিপিএমের ছাত্র সংগঠনের (SFI)। সৃজন-প্রতীকউরের জুটির পর এবার রহমান। রাজ্য সম্পাদকের দায়িত্ব পেলেন দেবাঞ্জন দে, সভাপতি হলেন প্রণয় কার্য্যী ও ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক হলেন সৌভিক দাস বক্সি।

বিগত ৫৪ বছরে রাজ্যে ভারতের ছাত্র ফেডারেশন (SFI) দেখেছে সুভাষ-শ্যামল জুটি থেকে সৃজন-প্রতীকউরের জুটি। চলতি মাসের ২২ তারিখ মালদায় সংগঠনের ৩৮তম রাজ্য সম্মেলন শুরু হয়েছিল। আর সেই সম্মেলন থেকে SFI পেল নতুন রাজ্য সম্পাদক ও সভাপতি, রাজ্য কমিটি থেকে বিদায় নিলেন সৃজন ভট্টাচার্য ও প্রতীক উর রহমান। বলা হয়, বুধবার সকালে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম জানানো হবে। কিন্তু মঙ্গলবার মধ্যরাতেই জানানো হয়, রাজ্য সম্পাদকের দায়িত্ব পেলেন দেবাঞ্জন দে, সভাপতি হলেন প্রণয় কার্য্যী ও ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক হলেন সৌভিক দাসবক্সী।

SFI-এর ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হল, এই প্রথম উত্তরবঙ্গের কেউ দ্বায়িত্ব পেলেন। প্রণয় কার্য্যী কোচবিহারের ছাত্রনেতা আর কলকাতা জেলার সভাপতি পদ সামলেছেন দেবাঞ্জন। চলতি মাসেই কলকাতা জেলা সম্মেলনে সম্পাদক ও সভাপতি পদে রদবদল হয়। দ্বিধিতি রায় ও বর্ণনা মুখোপাধ্যায় কলকাতা জেলার দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজ্য সম্পাদক পদে জল্পনা হচ্ছিল দেবাঞ্জনের নাম। আর মঙ্গলবার মালদার সম্মেলন কক্ষ থেকে সেই জল্পনা সত্যি হল।

সংগঠনের ভঙ্গুর সময় দায়িত্ব নিয়ে ৬ বছর পদে ছিলেন সৃজন ভট্টাচার্য ও প্রতীক উর রহমান। ছাত্র আন্দোলনের বহমানতা বজায় রেখেছিলেন তাঁরা। নতুন সম্পাদক ও সভাপতি সেই আন্দোলনের ধারা কোন পথে নিয়ে যায়, সেই দিকে তাকিয়ে সংগঠনের সকল স্তরের ছাত্রছাত্রীরা। লোকসভা নির্বাচনের আগে নতুন মুখদের সামনে আনছে আলিমুদ্দিন। এর আগে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষিকে সামনে আনা হয়েছে। জায়গা পেয়েছেন সৃজনও। রাজনৈতিক মহলের মতে, এবার এঁদের প্রার্থী করা হতে পারে। আর ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বে আনা হচ্ছে নতুন মুখ।

spot_img

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...