Wednesday, December 24, 2025

সৃজন-প্রতীকউরের জমানা শেষ, মধ্যরাতে নতুন অভিভাবকদের পেল রাজ্য SFI

Date:

Share post:

মধ্যরাতে নেতৃত্ব বদল সিপিএমের ছাত্র সংগঠনের (SFI)। সৃজন-প্রতীকউরের জুটির পর এবার রহমান। রাজ্য সম্পাদকের দায়িত্ব পেলেন দেবাঞ্জন দে, সভাপতি হলেন প্রণয় কার্য্যী ও ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক হলেন সৌভিক দাস বক্সি।

বিগত ৫৪ বছরে রাজ্যে ভারতের ছাত্র ফেডারেশন (SFI) দেখেছে সুভাষ-শ্যামল জুটি থেকে সৃজন-প্রতীকউরের জুটি। চলতি মাসের ২২ তারিখ মালদায় সংগঠনের ৩৮তম রাজ্য সম্মেলন শুরু হয়েছিল। আর সেই সম্মেলন থেকে SFI পেল নতুন রাজ্য সম্পাদক ও সভাপতি, রাজ্য কমিটি থেকে বিদায় নিলেন সৃজন ভট্টাচার্য ও প্রতীক উর রহমান। বলা হয়, বুধবার সকালে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম জানানো হবে। কিন্তু মঙ্গলবার মধ্যরাতেই জানানো হয়, রাজ্য সম্পাদকের দায়িত্ব পেলেন দেবাঞ্জন দে, সভাপতি হলেন প্রণয় কার্য্যী ও ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক হলেন সৌভিক দাসবক্সী।

SFI-এর ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হল, এই প্রথম উত্তরবঙ্গের কেউ দ্বায়িত্ব পেলেন। প্রণয় কার্য্যী কোচবিহারের ছাত্রনেতা আর কলকাতা জেলার সভাপতি পদ সামলেছেন দেবাঞ্জন। চলতি মাসেই কলকাতা জেলা সম্মেলনে সম্পাদক ও সভাপতি পদে রদবদল হয়। দ্বিধিতি রায় ও বর্ণনা মুখোপাধ্যায় কলকাতা জেলার দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজ্য সম্পাদক পদে জল্পনা হচ্ছিল দেবাঞ্জনের নাম। আর মঙ্গলবার মালদার সম্মেলন কক্ষ থেকে সেই জল্পনা সত্যি হল।

সংগঠনের ভঙ্গুর সময় দায়িত্ব নিয়ে ৬ বছর পদে ছিলেন সৃজন ভট্টাচার্য ও প্রতীক উর রহমান। ছাত্র আন্দোলনের বহমানতা বজায় রেখেছিলেন তাঁরা। নতুন সম্পাদক ও সভাপতি সেই আন্দোলনের ধারা কোন পথে নিয়ে যায়, সেই দিকে তাকিয়ে সংগঠনের সকল স্তরের ছাত্রছাত্রীরা। লোকসভা নির্বাচনের আগে নতুন মুখদের সামনে আনছে আলিমুদ্দিন। এর আগে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষিকে সামনে আনা হয়েছে। জায়গা পেয়েছেন সৃজনও। রাজনৈতিক মহলের মতে, এবার এঁদের প্রার্থী করা হতে পারে। আর ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বে আনা হচ্ছে নতুন মুখ।

spot_img

Related articles

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...