Wednesday, November 5, 2025

ফের দু.র্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস! প্ল্যাটফর্মে ধাক্কা লেগে ভাঙল একের পর এক পাদানি

Date:

ফের বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) দুর্ঘটনা। এবার প্ল্যাটফর্মেই ধাক্কা লেগে ভাঙল নরেন্দ্র মোদির (Narendra Modi) সাধের ট্রেনের কয়েকটি কামরার পাদানি। ঘটনার জেরে ফের বড়সড় প্রশ্নের মুখে বন্দে ভারত এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বর্ধমান-রামপুরহাট লাইনের ভেদিয়া ষ্টেশন প্রায় এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই খবর। রেল সূত্রে খবর, বুধবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা ৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৎপর হন রেলকর্মীরা। ভেদিয়া স্টেশনে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক মেরামতির পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। তবে এদিনের দুর্ঘটনার জেরে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

যাত্রীরা জানিয়েছেন, এদিন ট্রেনে সবেমাত্র ব্রেক ফাস্ট দেওয়া হয়েছে। তারপরই আচমকা বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এদিনের দুর্ঘটনার জেরে ট্রেনের অনেক কামরার পাদানি একেবারে ভেঙে ঝুলছে বলে খবর। ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এদিন ঘণ্টা খানেক ট্রেনটি দাঁড়িয়ে পড়ে ভেদিয়া স্টেশনে। মনে হচ্ছে, প্ল্যাটফর্মে ধাক্কা খেয়ে পাদানি ভেঙেছে। তবে অন্য কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

এদিকে মঙ্গলবারই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। বিকেলে ১২০৪১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসেও খানা জংশন রামপুরহাট লুপ লাইনের ঝাপটার ঢাল স্টেশনের কাছে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version