Thursday, August 21, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন-জাদেজা, টপকে গেলেন কুম্বলে-হরভজনকে

Date:

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে ভারত-ইংল্যান্ড। আর খেলতে নেমেই নজির গড়েন ভারতের বোলার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। টপকে গেলেন অনিল কুম্বলে এবং হরভজন সিংকে। টেস্ট ক্রিকেটে ভারতের সব থেকে সফল বোলিং জুটি এখন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নতুন নজির গড়লেন তাঁরা।

কুম্বলে এবং হরভজন এক সঙ্গে ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচগুলিতে দু’জনে মিলে নিয়েছিলেন ৫০১টি উইকেট। কুম্বলে নিয়েছিলেন ২৮১টি উইকেট। আর হরভজনের নিয়েছেন ২২০টি উইকেট। এতদিন পর্যন্ত তাঁরাই ছিলেন টেস্টে ভারতের সফলতম বোলিং জুটি। বৃহস্পতিবার তাঁদের কৃতিত্ব ছাপিয়ে গেলেন অশ্বিন এবং জাড্ডু। অশ্বিন-জাদেজা। তারা নজির ভাঙলেন ৫০তম টেস্টে। তাঁদের জুটির উইকেট সংখ্যা এখনও পর্যন্ত ৫০৬। তার মধ্যে অশ্বিনের উইকেট সংখ্যা ২৭৮টি এবং জাদেজার উইকেট ২২৮টি। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিষেণ বেদি এবং বিএস চন্দ্রশেখর জুটির। তাঁরা এক সঙ্গে ৪২টি টেস্টে ৩৬৮টি উইকেট নিয়েছিলেন।

এদিকে ভারতীয় বোলারদের দাপটে প্রথম টেস্টের প্রথম দিনেই গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৪৬ রান করে ইংরেজরা। ইংল্যান্ডের হয়ে ৭০ রান করেন বেন স্টোকস। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন জাদেজা এবং অশ্বিন। দুটি করে নেন যশপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল।

আরও পড়ুন- নজির গড়লেন বোপান্না, প্রবীণতম খেলোয়াড় হিসাবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version