Thursday, August 21, 2025

কংগ্রেসে বড় ধাক্কা, বিজেপিতে যোগ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

গত বছরই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। তবে লোকসভা ভোটে গেরুয়া ঝড়ের আশঙ্কায় নতুন ঘর ছেড়ে পুরানো ঘরে ফিরলেন তিনি। বৃহস্পতিবার ‘ঘর ওয়াপসি’ হল কর্ণাটকের লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি জগদীশ শেট্টারের।

দক্ষিণের রাজ্যের অত্যন্ত প্রভাবশালী নেতা লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি জগদীশ শেট্টার। গত বছরের এপ্রিল মাসে দলের উপর ‘অভিমানে’ কংগ্রেসে যোগ দেন তিনি। বিধানসভায় পছন্দের টিকিট না পেয়েই দল ছাড়েন প্রবীণ নেতা। অন্যদিকে কংগ্রস তাঁকে পছন্দের হুবলি-ধারওয়াদ কেন্দ্রের টিকিট দিয়েছিল, বরাবর ওই কেন্দ্রেই ভোটে লড়ে আসছিলেন তিনি। অবশেষে কংগ্রেস ছেড়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং তাঁর ছেলে রাজ্যে দলের প্রধান বি ওয়াই বিজয়েন্দ্রের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন শেট্টার।

বিজেপিতে ফেরার কারণ হিসেবে জানান, নরেন্দ্র মোদিরই ফের প্রধানমন্ত্রী হওয়া উচিত, এই বিশ্বাসেই দলে ফিরেছেন। বিজেপিতে প্রত্যাবর্তনের পর শেট্টার জানান, “দল আমাকে অতীতে অনেক দায়িত্ব দিয়েছে। কিছু সমস্যার কারণে আমি কংগ্রেসে গিয়েছিলাম। গত আট-নয় মাসে অনেক আলোচনা হয়েছে। বিজেপি কর্মীরা আমাকে দলে ফিরতে বলেন।” শেট্টার আরও বলেন, “এমনকী ইয়েদুরাপ্পাজি এবং বিজয়েন্দ্রজিও চেয়েছিলেন আমি বিজেপিতে ফিরি। আমি এই বিশ্বাস নিয়ে দলে যোগ দিচ্ছি যে, নরেন্দ্র মোদিজিরই আবারও প্রধানমন্ত্রী হওয়া উচিত।” অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি এই দাপুটে নেতার বিজেপি যোগ কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version