প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা (Primary Teacher’s Recruitment Case) সংক্রান্ত বড় আপডেট মিললো বৃহস্পতিবার। আজ সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দেয় যে আপাতত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)সিঙ্গল বেঞ্চ এই সংক্রান্ত কোনও মামলা শুনতে পারবে না। সেক্ষেত্রে এই মামলা যাবে ডিভিশন বেঞ্চে (Divison Bench)। তপোব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা যাবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকেও মামলা সরানো হল।
২০১৬ ও ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।এবার থেকে এই সংক্রান্ত মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে। মৌসুমী রায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতেই সুপ্রিম আদালত এই নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। মামলাকারী অভিযোগ করেছিলেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা বিভিন্ন রকমের রায় দিচ্ছেন, সেই কারণেই এই মামলা অবিলম্বে সিঙ্গল বেঞ্চ থেকে সরানো হোক। আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।